ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

চাঁদপুরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর পিকআপভর্তি পোস্টার ‘ছিনতাই’

অাকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসানের নির্বাচনী প্রচারণার পিকআপভর্তি পোস্টার ও ফেস্টুন ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার রাতে পিকআপটি নির্বাচনী এলাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান অভিযোগ করে বলেন, ‘নৌকায় ভোট দিন- শ্লোগান সম্বলিত পোস্টারিং করছিলাম মতলব উত্তর-দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে। এগুলো ধারাবাহিকভাবে সেখানে পাঠাচ্ছিলাম। রবিবার রাত ১০টার দিকে চাঁদপুর থেকে পিকআপে করে ২ হাজার পোস্টার, দেড়শ’ বিলবোর্ড মতলব উত্তর-দক্ষিণে পাঠাচ্ছিলাম। পিকআপটি সদর উপজেলার বাবুরহাটে যাওয়ার পর মতলব দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান বাদল, মতলব দক্ষিণ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন ফরাজি, ছাত্রলীগ নেতা লাল শরীফ, উত্তর থানা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজের নেতৃত্বে ২০-২৫টি মোটরসাইলযোগে প্রায় ৫০ জন লোক এসে পিকআপটিকে জোরপূর্বক আটক করে মতলবে নিয়ে যায়। এ সময় যেখানেই আমার পোস্টার দেখেছে সবই তারা ছিড়ে ফেলেছে।

বিষয়টি পুলিশ সুপার ও থানার ওসিকে অবহিত করা হয়েছে বলে জানান ইসহাক। তিনি বলেন, পুলিশ সুপার আমাকে বলেছেন, তিনি বিষয়টি দেখছেন। সংশ্লিষ্ট থানাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিচ্ছেন।

এর আগে গত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ তার।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘আমি ছুটিতে আছি। তবে বিষয়টি আমি শুনেছি। আমি দেখছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর পিকআপভর্তি পোস্টার ‘ছিনতাই’

আপডেট সময় ১২:৫১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসানের নির্বাচনী প্রচারণার পিকআপভর্তি পোস্টার ও ফেস্টুন ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার রাতে পিকআপটি নির্বাচনী এলাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান অভিযোগ করে বলেন, ‘নৌকায় ভোট দিন- শ্লোগান সম্বলিত পোস্টারিং করছিলাম মতলব উত্তর-দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে। এগুলো ধারাবাহিকভাবে সেখানে পাঠাচ্ছিলাম। রবিবার রাত ১০টার দিকে চাঁদপুর থেকে পিকআপে করে ২ হাজার পোস্টার, দেড়শ’ বিলবোর্ড মতলব উত্তর-দক্ষিণে পাঠাচ্ছিলাম। পিকআপটি সদর উপজেলার বাবুরহাটে যাওয়ার পর মতলব দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান বাদল, মতলব দক্ষিণ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন ফরাজি, ছাত্রলীগ নেতা লাল শরীফ, উত্তর থানা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজের নেতৃত্বে ২০-২৫টি মোটরসাইলযোগে প্রায় ৫০ জন লোক এসে পিকআপটিকে জোরপূর্বক আটক করে মতলবে নিয়ে যায়। এ সময় যেখানেই আমার পোস্টার দেখেছে সবই তারা ছিড়ে ফেলেছে।

বিষয়টি পুলিশ সুপার ও থানার ওসিকে অবহিত করা হয়েছে বলে জানান ইসহাক। তিনি বলেন, পুলিশ সুপার আমাকে বলেছেন, তিনি বিষয়টি দেখছেন। সংশ্লিষ্ট থানাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিচ্ছেন।

এর আগে গত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ তার।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘আমি ছুটিতে আছি। তবে বিষয়টি আমি শুনেছি। আমি দেখছি।’