ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ব্যাপারে ভারতীয় পদক্ষেপে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গা শরণার্থীদের ভারতে থেকে বিতাড়িত করার পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘের মহাসচিব এন্টোনিও গুতেরেস উদ্বিগ্ন বলে জানিয়েছেন তার মুখপাত্র ফারহান হক।

সোমবার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর খবর সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই আমরা শরণার্থীদের প্রতি আচরণ এবং তাদের অবস্থা সম্পর্কে চিন্তা করছি। উদ্বাস্তুরা নিবন্ধিত হওয়ার পর তাদের দেশে ফেরত পাঠালে নিপীড়নের শিকার হওয়ার সম্ভাবনা থাকে তবে তার বিরুদ্ধে পরামর্শ দিবে জাতিসংঘ।’

বর্তমান মহাসচিব এন্টোনিও গুতেরেস তার এই দায়িত্ব গ্রহণের আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) ছিলেন এবং শরণার্থীদের কল্যাণ নিয়ে স্বভাবতই নিয়ে গভীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

ফারহান হক বলেন, ইউএনএইচসিআর কার্যালয় এই বিষয় নিয়ে ভারত সরকারের সাথে আলোচনা করবে। তিনি উদ্বাস্তুদের প্রত্যাহারের বিরুদ্ধে জাতিসংঘের একটি ঘোষণার কথা ভারতকে স্মরণ করিয়ে দিয়েছেন। উদ্বাস্তুদের নিয়ে জাতিসংঘ কনভেনশনের একটি ডকট্রিনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত নিশ্চয়ই শরণার্থী প্রত্যাহারের ব্যাপারে আমাদের নীতির ব্যাপারে অবহিত আছে।’

এই নীতি অনুসারে শরণার্থীকে এমন স্থানে ফিরে যেতে বাধ্য করা যাবে না যেখানে ব্যক্তির জীবন বা স্বাধীনতা হুমকির মুখে পড়ে। এর সংজ্ঞায় বলা হয় যে, ‘জাতি, ধর্ম, জাতীয়তা, একটি নির্দিষ্ট সামাজিক গোষ্ঠী বা রাজনৈতিক মতামতের সদস্যপদ নিয়ে হুমকির’ বিষয় এখানে বোঝানো হবে। তবে ভারত এখনো জাতিসংঘ শরণার্থী কনভেনশন স্বাক্ষর করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের ব্যাপারে ভারতীয় পদক্ষেপে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ০৭:১৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গা শরণার্থীদের ভারতে থেকে বিতাড়িত করার পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘের মহাসচিব এন্টোনিও গুতেরেস উদ্বিগ্ন বলে জানিয়েছেন তার মুখপাত্র ফারহান হক।

সোমবার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর খবর সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই আমরা শরণার্থীদের প্রতি আচরণ এবং তাদের অবস্থা সম্পর্কে চিন্তা করছি। উদ্বাস্তুরা নিবন্ধিত হওয়ার পর তাদের দেশে ফেরত পাঠালে নিপীড়নের শিকার হওয়ার সম্ভাবনা থাকে তবে তার বিরুদ্ধে পরামর্শ দিবে জাতিসংঘ।’

বর্তমান মহাসচিব এন্টোনিও গুতেরেস তার এই দায়িত্ব গ্রহণের আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) ছিলেন এবং শরণার্থীদের কল্যাণ নিয়ে স্বভাবতই নিয়ে গভীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

ফারহান হক বলেন, ইউএনএইচসিআর কার্যালয় এই বিষয় নিয়ে ভারত সরকারের সাথে আলোচনা করবে। তিনি উদ্বাস্তুদের প্রত্যাহারের বিরুদ্ধে জাতিসংঘের একটি ঘোষণার কথা ভারতকে স্মরণ করিয়ে দিয়েছেন। উদ্বাস্তুদের নিয়ে জাতিসংঘ কনভেনশনের একটি ডকট্রিনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত নিশ্চয়ই শরণার্থী প্রত্যাহারের ব্যাপারে আমাদের নীতির ব্যাপারে অবহিত আছে।’

এই নীতি অনুসারে শরণার্থীকে এমন স্থানে ফিরে যেতে বাধ্য করা যাবে না যেখানে ব্যক্তির জীবন বা স্বাধীনতা হুমকির মুখে পড়ে। এর সংজ্ঞায় বলা হয় যে, ‘জাতি, ধর্ম, জাতীয়তা, একটি নির্দিষ্ট সামাজিক গোষ্ঠী বা রাজনৈতিক মতামতের সদস্যপদ নিয়ে হুমকির’ বিষয় এখানে বোঝানো হবে। তবে ভারত এখনো জাতিসংঘ শরণার্থী কনভেনশন স্বাক্ষর করেনি।