ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরান যদি আক্রমণ করে,‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’:নেতানিয়াহু উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল অনেক ঘরবাড়ি গণতন্ত্রের স্বার্থে ভোট শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : জামায়াত আমির হাদি হত্যার বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ : ফরিদা আখতার দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জিয়া পরিবারই জাতির হাল ধরেছেন : খোকন বিনিয়োগকারীরা আধুনিক সেবা পাচ্ছে না: আশিক চৌধুরী আবারও উত্তরায় আবাসিক ফ্ল্যাটে আগুন চিরকুট লিখে শিশুকে হাসপাতালে রেখে গেলেন মা

জেরুজালেমে ইহুদিদের পবিত্র স্থানে অশ্লীল ছবি তুললেন এই মডেল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইহুদিদের পবিত্র স্থান জেরুজালেমের পশ্চিম দেয়ালের (আল বুরাক দেয়াল) কাছে নগ্ন হয়ে ফটোশুট করেছেন বেলজিয়ামের মডেল মারিজা পাপন। গত ২৩ জুন তার ওয়েবসাইটে এসব অশ্লীল ছবি দিয়ে ‘দি ওয়াল অব শেইম’ শিরোনামে পোস্ট দেন।

এদিকে পশ্চিম দেয়ালের রাব্বি স্যামুয়েল এ বিষয়ে বলেন, এটা একটি অস্বস্তিকর ও দুঃখজনক ঘটনা, যা পবিত্র স্থানের পবিত্রতা নষ্ট করেছে ও যারা এখানে আসে তাদের অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে। এদিকে মারিজা পাপন তেল আবিব হয়ে জেরুজালেমে তিন দিনের ভ্রমণের সময় এসব ছবি তুলেন।

ছবি তে দেখা যায় মারিজা পশ্চিম ওয়ালের কাছে একটি চেয়ারে নগ্ন হয়ে শুয়ে আছেন। অন্য ছবিতে তিনি ইসরাইলের পতাকা উড়ছে এমন একটি রডের সঙ্গে নগ্ন হয়ে জড়িয়ে ধরে আছেন।

তিনি কেন এরকম করলেন সে সম্পর্কে তিনি তার ব্লগে লিখেছেন, আমি ধর্মের ও রাজনীতির দেয়ালে আবারও ধাক্কা দিতে চাই। আমি ভাঙতে চাই সেই দেয়াল যা আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করতে চায়। অন্যকথায় আমি আমার নিজস্ব ধর্মকে বিশ্বে দেখাতে চাই।

এর আগে গত বছরও তিনি মিসরে একটি মন্দিরে গিয়ে এরকম নগ্ন ফটোশুট করেন। তার জন্য তাকে আটক করা হয়েছিল। মারিজা প্রায়ই বিভিন্ন ইস্যুতে নগ্ন ফটোশুট করে তার প্রতিবাদের ধারা অব্যাহত রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেহরান যদি আক্রমণ করে,‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’:নেতানিয়াহু

জেরুজালেমে ইহুদিদের পবিত্র স্থানে অশ্লীল ছবি তুললেন এই মডেল

আপডেট সময় ০৭:০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইহুদিদের পবিত্র স্থান জেরুজালেমের পশ্চিম দেয়ালের (আল বুরাক দেয়াল) কাছে নগ্ন হয়ে ফটোশুট করেছেন বেলজিয়ামের মডেল মারিজা পাপন। গত ২৩ জুন তার ওয়েবসাইটে এসব অশ্লীল ছবি দিয়ে ‘দি ওয়াল অব শেইম’ শিরোনামে পোস্ট দেন।

এদিকে পশ্চিম দেয়ালের রাব্বি স্যামুয়েল এ বিষয়ে বলেন, এটা একটি অস্বস্তিকর ও দুঃখজনক ঘটনা, যা পবিত্র স্থানের পবিত্রতা নষ্ট করেছে ও যারা এখানে আসে তাদের অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে। এদিকে মারিজা পাপন তেল আবিব হয়ে জেরুজালেমে তিন দিনের ভ্রমণের সময় এসব ছবি তুলেন।

ছবি তে দেখা যায় মারিজা পশ্চিম ওয়ালের কাছে একটি চেয়ারে নগ্ন হয়ে শুয়ে আছেন। অন্য ছবিতে তিনি ইসরাইলের পতাকা উড়ছে এমন একটি রডের সঙ্গে নগ্ন হয়ে জড়িয়ে ধরে আছেন।

তিনি কেন এরকম করলেন সে সম্পর্কে তিনি তার ব্লগে লিখেছেন, আমি ধর্মের ও রাজনীতির দেয়ালে আবারও ধাক্কা দিতে চাই। আমি ভাঙতে চাই সেই দেয়াল যা আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করতে চায়। অন্যকথায় আমি আমার নিজস্ব ধর্মকে বিশ্বে দেখাতে চাই।

এর আগে গত বছরও তিনি মিসরে একটি মন্দিরে গিয়ে এরকম নগ্ন ফটোশুট করেন। তার জন্য তাকে আটক করা হয়েছিল। মারিজা প্রায়ই বিভিন্ন ইস্যুতে নগ্ন ফটোশুট করে তার প্রতিবাদের ধারা অব্যাহত রাখেন।