ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলব: জামায়াত আমির হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন ‘সম্ভবত তাই’ ‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

কম্পিউটারকে করুন সুপারফার্স্ট

আকাশ আইসিটি ডেস্ক:

দীর্ঘদিন একই উইন্ডোজ ব্যবহারের ফলে কম্পিউটার স্লো হয়ে যায়। তখন এটি পরিচালনা করা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কম্পিউটারের পুরনো হার্ডওয়্যার স্লো হওয়ার অন্যতম কারণ। এছাড়াও কম্পিউটারের সফওয়্যারের কারণেও স্লো হয়ে যেতে পারে আপনার ডিভাইসটি।

আপনার কম্পিউটারটি যদি সুপারফার্স্ট করতে চান তবে নিচের পদ্ধতিগুলো ব্যবহার করুন।

‘Autoloaders’ রিমুভ করুন
আপনার ডেস্কটপ বা ল্যাপটপ পার অন করলেই একসঙ্গে একাধিক সফটওয়্যার চলতে শুরু করে। এই সফটওয়্যারগুলোকে খুব সহজেই চিনে নেওয়া যায়। টাস্ক বারে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজার ওপেন করুন। এখানে আপনি স্টার্টাপ নামে একটি ট্যাব পাবেন। কম্পিউটার অন হওয়ার সময় যে সফটওয়্যারগুলো নিজে থেকে চলতে শুরু করে তার লিস্ট পেয়ে যাবেন এখানে। এরপরে অপ্রয়োজনীয় সব অ্যাপ এ রাইট ক্লিক করে ডিজেবেল করে দিন।

Windows Tips বন্ধ করুন
Windows 10 এর সব লেটেস্ট ফিচার সম্পর্কে আপনাকে ক্রমাগত তথ্য পাঠাতে থাকে Microsoft। কিন্তু এই কারনেই আপনার ল্যাপটপ স্লো হয়ে যায়। আর ‘tips and tricks’ ডিজেবল করতে সেটিংস এ যান। এরপরে সিস্টেম সিলেক্ট করুন। এবার বাঁ দিকে ‘Notifications and Actions’ দেখতে পাবেন। এখানেই ‘Get tips, tricks and suggestions’ ডিজেবল করে দিন।

ডিস্ক ক্লিনআপ
Windows এর প্রথম থেকেই এই ফিচার চলে আসছে। তাই অনেকেই এই ফিচারের সাথে পরিচিত। Windows 10 এ ডিস্ক ক্লিনআপ এর জন্য কর্টানা সার্চ ফিল্ডে Disk Cleanup লিখে সার্চ করুন। আর এর মাধ্যমে আপনার সিস্টেম পার্টিশনে অনেকটা জায়গা বেঁচে যাবে।

Bloatware রিমুভ করুন
একাধিক কোম্পানি তাদের ল্যাপটপে তাদের নিজস্ব অ্যাপ প্রিলোড করে ল্যাপটপ বিক্রি করে। ল্যাপটপপ্রস্তুতকারী কোম্পানির এই অ্যাপগুলো রিমুভ করুন। এর জন্য স্টার্ট মেনুতে রাইট ক্লিক করে ‘Control Panel’ ওপেন করুন। এখানে প্রোগ্রাম ট্যাবে লিস্টে এই অ্যাপগুলি খুঁজে বার করে রাইট ক্লিক করে আন ইন্সটল করে দিন।

Windows 10 এর লুক বদল করুন
আপনার Windows 10 অপরেটিং আইটেমের লুকে বদল এনে কম্পিউটারে পারফর্মেন্সে উন্নতি করতে পারেন। এর জন্য স্টার্ট এ রাইট ক্লিক করে সিস্টেম সিলেক্ট করুন। এখানে বাঁ দিকে ‘Advanced System Settings’ পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে System Properties Dialog box ওপেন হয়ে যাবে। এখানে সেটিংস এ ক্লিক করে ‘Adjust for best performance’ সিলেক্ট করে সেভ করে দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কম্পিউটারকে করুন সুপারফার্স্ট

আপডেট সময় ০৯:০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮

আকাশ আইসিটি ডেস্ক:

দীর্ঘদিন একই উইন্ডোজ ব্যবহারের ফলে কম্পিউটার স্লো হয়ে যায়। তখন এটি পরিচালনা করা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কম্পিউটারের পুরনো হার্ডওয়্যার স্লো হওয়ার অন্যতম কারণ। এছাড়াও কম্পিউটারের সফওয়্যারের কারণেও স্লো হয়ে যেতে পারে আপনার ডিভাইসটি।

আপনার কম্পিউটারটি যদি সুপারফার্স্ট করতে চান তবে নিচের পদ্ধতিগুলো ব্যবহার করুন।

‘Autoloaders’ রিমুভ করুন
আপনার ডেস্কটপ বা ল্যাপটপ পার অন করলেই একসঙ্গে একাধিক সফটওয়্যার চলতে শুরু করে। এই সফটওয়্যারগুলোকে খুব সহজেই চিনে নেওয়া যায়। টাস্ক বারে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজার ওপেন করুন। এখানে আপনি স্টার্টাপ নামে একটি ট্যাব পাবেন। কম্পিউটার অন হওয়ার সময় যে সফটওয়্যারগুলো নিজে থেকে চলতে শুরু করে তার লিস্ট পেয়ে যাবেন এখানে। এরপরে অপ্রয়োজনীয় সব অ্যাপ এ রাইট ক্লিক করে ডিজেবেল করে দিন।

Windows Tips বন্ধ করুন
Windows 10 এর সব লেটেস্ট ফিচার সম্পর্কে আপনাকে ক্রমাগত তথ্য পাঠাতে থাকে Microsoft। কিন্তু এই কারনেই আপনার ল্যাপটপ স্লো হয়ে যায়। আর ‘tips and tricks’ ডিজেবল করতে সেটিংস এ যান। এরপরে সিস্টেম সিলেক্ট করুন। এবার বাঁ দিকে ‘Notifications and Actions’ দেখতে পাবেন। এখানেই ‘Get tips, tricks and suggestions’ ডিজেবল করে দিন।

ডিস্ক ক্লিনআপ
Windows এর প্রথম থেকেই এই ফিচার চলে আসছে। তাই অনেকেই এই ফিচারের সাথে পরিচিত। Windows 10 এ ডিস্ক ক্লিনআপ এর জন্য কর্টানা সার্চ ফিল্ডে Disk Cleanup লিখে সার্চ করুন। আর এর মাধ্যমে আপনার সিস্টেম পার্টিশনে অনেকটা জায়গা বেঁচে যাবে।

Bloatware রিমুভ করুন
একাধিক কোম্পানি তাদের ল্যাপটপে তাদের নিজস্ব অ্যাপ প্রিলোড করে ল্যাপটপ বিক্রি করে। ল্যাপটপপ্রস্তুতকারী কোম্পানির এই অ্যাপগুলো রিমুভ করুন। এর জন্য স্টার্ট মেনুতে রাইট ক্লিক করে ‘Control Panel’ ওপেন করুন। এখানে প্রোগ্রাম ট্যাবে লিস্টে এই অ্যাপগুলি খুঁজে বার করে রাইট ক্লিক করে আন ইন্সটল করে দিন।

Windows 10 এর লুক বদল করুন
আপনার Windows 10 অপরেটিং আইটেমের লুকে বদল এনে কম্পিউটারে পারফর্মেন্সে উন্নতি করতে পারেন। এর জন্য স্টার্ট এ রাইট ক্লিক করে সিস্টেম সিলেক্ট করুন। এখানে বাঁ দিকে ‘Advanced System Settings’ পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে System Properties Dialog box ওপেন হয়ে যাবে। এখানে সেটিংস এ ক্লিক করে ‘Adjust for best performance’ সিলেক্ট করে সেভ করে দিন।