অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মিসরের প্রধানমন্ত্রীর পদ থেকে ইসমাইল শরিফ পদত্যাগের দুই দিনের মাথায় নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি।
বৃহস্পতিবার সিসি তার মন্ত্রিপরিষদের অন্যতম সদস্য আবাসন, পরিষেবা ও নগর উন্নয়নবিষয়কমন্ত্রীকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। খবর আল জাজিরার।
প্রধানমন্ত্রী হিসেবে মোস্তফা মাদবৌলির নাম ঘোষণার পর ইতিমধ্যে তিনি নতুন মন্ত্রিপরিষদ গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। এর আগে শরিফ জামিল পদত্যাগ করার পর গত দুদিন তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























