ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

দ. আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের মেয়েদের লজ্জাজনক হার

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ আর দক্ষিণ আফ্রিকা মূল নারী দলের মধ্যে যে আকাশ-পাতাল ফারাক, সেটা টের পেলেন রুমানা আহমেদরা। প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখানো বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে নাস্তানাবুদ হয়েছে।

শুক্রবার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে প্রথমে ব্যাট করে স্বাগতিক নারী দল ৯ উইকেটে ২৭০ রান করে। জবাবে মাত্র ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা।

১০৬ রানের বড় ব্যবধানে হেরে যান রুমানা আহমেদরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

প্রস্তুতি ম্যাচে নারী দলের উইকেট পড়েছিল দুটি, দু’জন অপরাজিত সেঞ্চুরি করেছিলেন। অথচ কাল মাত্র তিনজন ছুঁতে পেরেছেন দুই অংক। তিনজন আবার আউট হয়েছেন শূন্য রানে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে বাংলাদেশ নারী দলের স্কোর ছিল দুই উইকেটে ৭৪।

সেখান থেকে ১৯ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। তখন একশ’ রানের মধ্যে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল।

কিন্তু প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরিয়ান ফারজানা হকের হাফ সেঞ্চুরিতে মান বেঁচেছে। তিনি লড়াই করেছেন একাই। তাকে সঙ্গ দিতে পারেননি আর কেউই। তার ১৪৬ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংসে হারের ব্যবধানই শুধু কমেছে।

এছাড়া ওপেনার সানজিদা ইসলাম ৩৫ রান করেন। শেষদিকে পান্না ঘোষ ২৭ বলে ২৩ রান করেন। লেগ স্পিনার ভ্যান নিয়েকার্ক তিনটি উইকেট নেন। এরআগেও দু’দলের মুখোমুখিতে নিয়েকার্কের লেগ স্পিনে খাবি খেয়েছে বাংলাদেশ নারী দল। স্বাগতিকদের নয়জন বোলিং করেছেন।

এরআগে বোলিংটাও ভালো হয়নি সফরকারীদের। প্রস্তুতি ম্যাচে এক ফাহিমা খাতুনই নিয়েছিলেন আট উইকেট। অথচ কাল স্বাগতিকদের অলআউটই করতে পারলেন না রুমানারা।

স্বাগতিকদের পক্ষে হাফ সেঞ্চুরি করেছেন দু’জন। ওপেনিংয়ে নামা এল লি ৫৪ এবং সি ট্রায়ন ৬৫ রান করেন। ট্রায়নের ৪২ বলের ইনিংসে ছিল নয়টি চার ও তিনটি ছক্কা। বাংলাদেশ নারী দলের জাহানারা, নাহিদা ও ফাহিমা দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান সালমা ও রুমানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ. আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের মেয়েদের লজ্জাজনক হার

আপডেট সময় ১০:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ আর দক্ষিণ আফ্রিকা মূল নারী দলের মধ্যে যে আকাশ-পাতাল ফারাক, সেটা টের পেলেন রুমানা আহমেদরা। প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখানো বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে নাস্তানাবুদ হয়েছে।

শুক্রবার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে প্রথমে ব্যাট করে স্বাগতিক নারী দল ৯ উইকেটে ২৭০ রান করে। জবাবে মাত্র ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা।

১০৬ রানের বড় ব্যবধানে হেরে যান রুমানা আহমেদরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

প্রস্তুতি ম্যাচে নারী দলের উইকেট পড়েছিল দুটি, দু’জন অপরাজিত সেঞ্চুরি করেছিলেন। অথচ কাল মাত্র তিনজন ছুঁতে পেরেছেন দুই অংক। তিনজন আবার আউট হয়েছেন শূন্য রানে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে বাংলাদেশ নারী দলের স্কোর ছিল দুই উইকেটে ৭৪।

সেখান থেকে ১৯ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। তখন একশ’ রানের মধ্যে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল।

কিন্তু প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরিয়ান ফারজানা হকের হাফ সেঞ্চুরিতে মান বেঁচেছে। তিনি লড়াই করেছেন একাই। তাকে সঙ্গ দিতে পারেননি আর কেউই। তার ১৪৬ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংসে হারের ব্যবধানই শুধু কমেছে।

এছাড়া ওপেনার সানজিদা ইসলাম ৩৫ রান করেন। শেষদিকে পান্না ঘোষ ২৭ বলে ২৩ রান করেন। লেগ স্পিনার ভ্যান নিয়েকার্ক তিনটি উইকেট নেন। এরআগেও দু’দলের মুখোমুখিতে নিয়েকার্কের লেগ স্পিনে খাবি খেয়েছে বাংলাদেশ নারী দল। স্বাগতিকদের নয়জন বোলিং করেছেন।

এরআগে বোলিংটাও ভালো হয়নি সফরকারীদের। প্রস্তুতি ম্যাচে এক ফাহিমা খাতুনই নিয়েছিলেন আট উইকেট। অথচ কাল স্বাগতিকদের অলআউটই করতে পারলেন না রুমানারা।

স্বাগতিকদের পক্ষে হাফ সেঞ্চুরি করেছেন দু’জন। ওপেনিংয়ে নামা এল লি ৫৪ এবং সি ট্রায়ন ৬৫ রান করেন। ট্রায়নের ৪২ বলের ইনিংসে ছিল নয়টি চার ও তিনটি ছক্কা। বাংলাদেশ নারী দলের জাহানারা, নাহিদা ও ফাহিমা দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান সালমা ও রুমানা।