ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

তার ঠোঁট যেনো ‘ফরাসি আফিম’, ভিডিও

আকাশ বিনোদন ডেস্ক :

তার ঠোঁট যেনো ফরাসি আফিম/ আর চোখ দুটো কোকিলের ডিম/ আমি বার বার বাঁধা পড়ে যাই/ সেই মেঘকালো চুলের খোঁপায়…। কথাগুলো বেশ আলাদা। সঙ্গে কণ্ঠ-সুর আর ভিডিও গল্পের অদ্ভুত মেলবন্ধন। গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন জাকির হোসেন বাবু। এতে মডেল হয়েছেন নুসরাত জাহান নীপা ও হোসাইন নীরব। যেখানে দেখা যায় আলাদীনের প্রদীপ ঘষে একজন প্রেমিক তার প্রেমিকাকে কেমন করে কাছে টানেন! মুগ্ধ হন তার চোখ, চুল আর ঠোঁট দেখে।

সোমবার সন্ধ্যায় ‘কোকিলের ডিম’ শিরোনামের বিশেষ এই গানের ভিডিওটি প্রকাশ করেছে সিএমভি। হিমেল হাসান বৈরাগীর কথায় গানটির কণ্ঠ ও সুর দিয়েছেন অভীক। আর শিল্পীর সঙ্গে থেকে গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার প্রদ্যুত চ্যাটার্জি।

ভিডিওটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী অভীক বলেন, গানটি তো প্রেমের, এতে কোনও সন্দেহ নেই। তবে নামটা একটু অন্যরকম। প্রেমিকার চোখকে গানে-কবিতায় এ পর্যন্ত হাজারটা উপমা দেওয়া হয়েছে। তবে আমরা সেই চোখজোড়াকে এবার তুলনা করতে চেয়েছি কোকিলের ডিমের সঙ্গে। কারণ, এই ডিম সচরাচর দেখা যায় না।

এ প্রসঙ্গে অভীক বলেন, ‘গানটি তো প্রেমের, এতে কোনও সন্দেহ নেই। প্রেমিকার চোখকে গানে-কবিতায় হাজারটা উপমা দেওয়া হয়েছে। তবে আমরা সেই চোখজোড়াকে তুলনা করতে চেয়েছি কোকিলের ডিমের সঙ্গে। কারণ, এই ডিম সচরাচর দেখা যায় না। তাছাড়া কোকিল নিজেও বেশ সুরেলা পাখি। ফলে এই গানটি দিয়ে আমরা প্রেমিকাদের চোখকে সেই কাঙ্ক্ষিত কোকিলের ডিমের সঙ্গেই তুলনা করার চেষ্টা করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

তার ঠোঁট যেনো ‘ফরাসি আফিম’, ভিডিও

আপডেট সময় ১১:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক :

তার ঠোঁট যেনো ফরাসি আফিম/ আর চোখ দুটো কোকিলের ডিম/ আমি বার বার বাঁধা পড়ে যাই/ সেই মেঘকালো চুলের খোঁপায়…। কথাগুলো বেশ আলাদা। সঙ্গে কণ্ঠ-সুর আর ভিডিও গল্পের অদ্ভুত মেলবন্ধন। গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন জাকির হোসেন বাবু। এতে মডেল হয়েছেন নুসরাত জাহান নীপা ও হোসাইন নীরব। যেখানে দেখা যায় আলাদীনের প্রদীপ ঘষে একজন প্রেমিক তার প্রেমিকাকে কেমন করে কাছে টানেন! মুগ্ধ হন তার চোখ, চুল আর ঠোঁট দেখে।

সোমবার সন্ধ্যায় ‘কোকিলের ডিম’ শিরোনামের বিশেষ এই গানের ভিডিওটি প্রকাশ করেছে সিএমভি। হিমেল হাসান বৈরাগীর কথায় গানটির কণ্ঠ ও সুর দিয়েছেন অভীক। আর শিল্পীর সঙ্গে থেকে গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার প্রদ্যুত চ্যাটার্জি।

ভিডিওটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী অভীক বলেন, গানটি তো প্রেমের, এতে কোনও সন্দেহ নেই। তবে নামটা একটু অন্যরকম। প্রেমিকার চোখকে গানে-কবিতায় এ পর্যন্ত হাজারটা উপমা দেওয়া হয়েছে। তবে আমরা সেই চোখজোড়াকে এবার তুলনা করতে চেয়েছি কোকিলের ডিমের সঙ্গে। কারণ, এই ডিম সচরাচর দেখা যায় না।

এ প্রসঙ্গে অভীক বলেন, ‘গানটি তো প্রেমের, এতে কোনও সন্দেহ নেই। প্রেমিকার চোখকে গানে-কবিতায় হাজারটা উপমা দেওয়া হয়েছে। তবে আমরা সেই চোখজোড়াকে তুলনা করতে চেয়েছি কোকিলের ডিমের সঙ্গে। কারণ, এই ডিম সচরাচর দেখা যায় না। তাছাড়া কোকিল নিজেও বেশ সুরেলা পাখি। ফলে এই গানটি দিয়ে আমরা প্রেমিকাদের চোখকে সেই কাঙ্ক্ষিত কোকিলের ডিমের সঙ্গেই তুলনা করার চেষ্টা করেছি।’