অাকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল করিম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ১৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান লিটন (আনারস প্রতীক) ৪ হাজার ৫৩১ ভোট পেয়েছেন। আর বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ১ হাজার ৩৭৮ ভোট।
জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা মাষ্টারের মৃত্যুজনিত কারণে ২৯ মার্চ বৃহস্পতিবার ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২২ হাজার ৯৪১। এর মধ্যে ১৩ হাজার ১৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৪১ ভোট বাতিল হয়। ইউনিয়নের ১০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ কালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে আ’লীগের মনোনীত প্রার্থী আবদুল করিম (নৌকা) পেয়েছেনে ৭ হাজার ১৮৩ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মিজানুর রহমান লিটন (আনারস) ৪ হাজার ৫৩১ ভোট, বিএনপির মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন (ধানের শীষ) ১ হাজার ৩৭৮ ভোট, সতন্ত্র প্রাথী মো. মনির হোসেন (চশমা) ৫০ ভোট, সতন্ত্র প্রার্থী মো. কবির হোসেন চৌধুরী (অটোরিকশা) ৫৩ ভোট পেয়েছেন।
সন্ধ্যা ৬টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অস্থায়ী কন্ট্রোল রুম থেকে বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক এ ফলাফল ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 






















