ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ প্রার্থীর জয়

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল করিম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ১৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান লিটন (আনারস প্রতীক) ৪ হাজার ৫৩১ ভোট পেয়েছেন। আর বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ১ হাজার ৩৭৮ ভোট।

জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা মাষ্টারের মৃত্যুজনিত কারণে ২৯ মার্চ বৃহস্পতিবার ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২২ হাজার ৯৪১। এর মধ্যে ১৩ হাজার ১৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৪১ ভোট বাতিল হয়। ইউনিয়নের ১০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ কালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে আ’লীগের মনোনীত প্রার্থী আবদুল করিম (নৌকা) পেয়েছেনে ৭ হাজার ১৮৩ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মিজানুর রহমান লিটন (আনারস) ৪ হাজার ৫৩১ ভোট, বিএনপির মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন (ধানের শীষ) ১ হাজার ৩৭৮ ভোট, সতন্ত্র প্রাথী মো. মনির হোসেন (চশমা) ৫০ ভোট, সতন্ত্র প্রার্থী মো. কবির হোসেন চৌধুরী (অটোরিকশা) ৫৩ ভোট পেয়েছেন।

সন্ধ্যা ৬টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অস্থায়ী কন্ট্রোল রুম থেকে বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক এ ফলাফল ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ প্রার্থীর জয়

আপডেট সময় ০২:৫৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল করিম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ১৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান লিটন (আনারস প্রতীক) ৪ হাজার ৫৩১ ভোট পেয়েছেন। আর বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ১ হাজার ৩৭৮ ভোট।

জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা মাষ্টারের মৃত্যুজনিত কারণে ২৯ মার্চ বৃহস্পতিবার ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২২ হাজার ৯৪১। এর মধ্যে ১৩ হাজার ১৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৪১ ভোট বাতিল হয়। ইউনিয়নের ১০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ কালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে আ’লীগের মনোনীত প্রার্থী আবদুল করিম (নৌকা) পেয়েছেনে ৭ হাজার ১৮৩ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মিজানুর রহমান লিটন (আনারস) ৪ হাজার ৫৩১ ভোট, বিএনপির মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন (ধানের শীষ) ১ হাজার ৩৭৮ ভোট, সতন্ত্র প্রাথী মো. মনির হোসেন (চশমা) ৫০ ভোট, সতন্ত্র প্রার্থী মো. কবির হোসেন চৌধুরী (অটোরিকশা) ৫৩ ভোট পেয়েছেন।

সন্ধ্যা ৬টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অস্থায়ী কন্ট্রোল রুম থেকে বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক এ ফলাফল ঘোষণা করেন।