ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলব: জামায়াত আমির হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন ‘সম্ভবত তাই’ ‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

ফাইলে পড়ছে সই, ড্রয়ার ভরছে টাকায়, ভিডিও

অাকাশ জাতীয় ডেস্ক:

আর দশটা সরকারি অফিসের মতোই তার অফিস। টেবিলের ওপর ফাইলের স্তুপ। হাতের বাম পাশে টেবিলের একটি ড্রয়ার। ড্রয়ারে কাড়ি কাড়ি টাকা পড়ছে, আর তিনি দ্রুত সই করছেন একেকটি ফাইল। গুনে গুনে বুঝে নিচ্ছেন ফাইল পিছু টাকা। তবে সে টাকা ঘুষের। ড্রয়ার ভর্তি হলে কিছু টাকা পকেটেও ঢোকাচ্ছেন তিনি।

এমনই একটি ভিডিওচিত্র বৃহস্পতিবার থেকে ভাইরাল হয়ে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অফিসটা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়। আর যিনি ঘুষ নিয়ে দ্রুতগতিতে সই করে ফাইল ছাড়ছেন, তিনি আড়াইহাজার উপজেলার সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডল।

ভিডিওটিতে দেখা যায়, এছহাক আলী মণ্ডলের সামনে ফাইলের স্তূপ। তিনি দ্রুতগতিতে প্রতিটি ফাইল সই করার আগে গুনে গুনে ঘুষ নিচ্ছেন। তার বাম পাশ থেকে এক ব্যক্তি ফাইল এগিয়ে দিচ্ছেন। আর প্রতিটি ফাইলের সঙ্গে টাকা ড্রয়ারে রাখছেন তিনি।

এছহাক আলী মণ্ডলের ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশের পর জেলাজুড়ে চলছে সমালোচনা। ফেসবুকেও অজস্র শেয়ার হচ্ছে এ ভিডিও। সেখানে নানা জন নানা রকম মন্তব্য করছেন।

জানা গেছে, গত কয়েক দিন ধরে আড়াইহাজারে রেজিস্ট্রি নিয়ে সাব-রেজিস্ট্রার কর্মকর্তার সঙ্গে দলিল লেখকদের বিরোধ চলে আসছিল। দলিল লেখকদের অভিযোগ, টাকা ছাড়া কোনো ফাইল ও দলিল সই করে না সাব-রেজিস্ট্রার এছহাক আলী মন্ডল।

তবে এ এছহাক আলীর পাল্টা অভিযোগ, ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষক কয়েকজন দলিল লেখক অনৈতিক সুবিধা আদায় করতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

দুই পক্ষের মধ্যকার এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই বৃহস্পতিবার প্রকাশ পায় আলোচিত ভিডিওটি। যেখানে সাব-রেজিস্ট্রারকে দেখা গেছে প্রকাশ্যে ঘুষ গ্রহণ করতে। তিনি ঘুষ নিচ্ছেন আরেকদিকে স্বাক্ষর করছেন। আবার টেবিলের ড্রয়ারের টাকায় ভরে গেলে তা নিয়ে নিজের পকেটেও ঢোকাচ্ছেন।

উপজেলা দলিল লেখক সমিতির সেক্রেটারি নূরুল আমিন অভিযোগ করে বলেন, আড়াইহাজারের সাব-রেজিস্ট্রার গত দুই মাস আগে বদলি হয়। যে কারণে জেলার বন্দর উপজেলার সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডলকে সেখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি সেখানে যোগ দেয়ার পর থেকেই প্রতিটি দলিলের জন্য মোটা অংকের টাকা ঘুষ দাবি করে দলিল লেখকদের কাছে। তার দাবিকৃত ঘুষ না দিতে পারলেই সেই দলিল আর রেজিস্ট্রি হয় না। তার ঘুষ চাওয়া ও অন্যান্য অনিয়মের কারণে দেড় শতাধিক দলিল লেখক গত বুধবার থেকে কর্মবিরতি পালন করছে।

তবে সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডল দলিল লেখকদের সব অভিযোগ অস্বীকার করে দৈনিক আকাশকে বলেন, ‘দলিল লেখক সমিতির একটি অংশের অবৈধ চাপে নতি স্বীকার না করায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জমি ক্রেতা বিক্রেতাদের ভোগান্তিতে ফেলেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর

ফাইলে পড়ছে সই, ড্রয়ার ভরছে টাকায়, ভিডিও

আপডেট সময় ০৪:৩২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

আর দশটা সরকারি অফিসের মতোই তার অফিস। টেবিলের ওপর ফাইলের স্তুপ। হাতের বাম পাশে টেবিলের একটি ড্রয়ার। ড্রয়ারে কাড়ি কাড়ি টাকা পড়ছে, আর তিনি দ্রুত সই করছেন একেকটি ফাইল। গুনে গুনে বুঝে নিচ্ছেন ফাইল পিছু টাকা। তবে সে টাকা ঘুষের। ড্রয়ার ভর্তি হলে কিছু টাকা পকেটেও ঢোকাচ্ছেন তিনি।

এমনই একটি ভিডিওচিত্র বৃহস্পতিবার থেকে ভাইরাল হয়ে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অফিসটা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়। আর যিনি ঘুষ নিয়ে দ্রুতগতিতে সই করে ফাইল ছাড়ছেন, তিনি আড়াইহাজার উপজেলার সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডল।

ভিডিওটিতে দেখা যায়, এছহাক আলী মণ্ডলের সামনে ফাইলের স্তূপ। তিনি দ্রুতগতিতে প্রতিটি ফাইল সই করার আগে গুনে গুনে ঘুষ নিচ্ছেন। তার বাম পাশ থেকে এক ব্যক্তি ফাইল এগিয়ে দিচ্ছেন। আর প্রতিটি ফাইলের সঙ্গে টাকা ড্রয়ারে রাখছেন তিনি।

এছহাক আলী মণ্ডলের ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশের পর জেলাজুড়ে চলছে সমালোচনা। ফেসবুকেও অজস্র শেয়ার হচ্ছে এ ভিডিও। সেখানে নানা জন নানা রকম মন্তব্য করছেন।

জানা গেছে, গত কয়েক দিন ধরে আড়াইহাজারে রেজিস্ট্রি নিয়ে সাব-রেজিস্ট্রার কর্মকর্তার সঙ্গে দলিল লেখকদের বিরোধ চলে আসছিল। দলিল লেখকদের অভিযোগ, টাকা ছাড়া কোনো ফাইল ও দলিল সই করে না সাব-রেজিস্ট্রার এছহাক আলী মন্ডল।

তবে এ এছহাক আলীর পাল্টা অভিযোগ, ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষক কয়েকজন দলিল লেখক অনৈতিক সুবিধা আদায় করতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

দুই পক্ষের মধ্যকার এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই বৃহস্পতিবার প্রকাশ পায় আলোচিত ভিডিওটি। যেখানে সাব-রেজিস্ট্রারকে দেখা গেছে প্রকাশ্যে ঘুষ গ্রহণ করতে। তিনি ঘুষ নিচ্ছেন আরেকদিকে স্বাক্ষর করছেন। আবার টেবিলের ড্রয়ারের টাকায় ভরে গেলে তা নিয়ে নিজের পকেটেও ঢোকাচ্ছেন।

উপজেলা দলিল লেখক সমিতির সেক্রেটারি নূরুল আমিন অভিযোগ করে বলেন, আড়াইহাজারের সাব-রেজিস্ট্রার গত দুই মাস আগে বদলি হয়। যে কারণে জেলার বন্দর উপজেলার সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডলকে সেখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি সেখানে যোগ দেয়ার পর থেকেই প্রতিটি দলিলের জন্য মোটা অংকের টাকা ঘুষ দাবি করে দলিল লেখকদের কাছে। তার দাবিকৃত ঘুষ না দিতে পারলেই সেই দলিল আর রেজিস্ট্রি হয় না। তার ঘুষ চাওয়া ও অন্যান্য অনিয়মের কারণে দেড় শতাধিক দলিল লেখক গত বুধবার থেকে কর্মবিরতি পালন করছে।

তবে সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডল দলিল লেখকদের সব অভিযোগ অস্বীকার করে দৈনিক আকাশকে বলেন, ‘দলিল লেখক সমিতির একটি অংশের অবৈধ চাপে নতি স্বীকার না করায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জমি ক্রেতা বিক্রেতাদের ভোগান্তিতে ফেলেছে।’