ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : শফিকুল আলম সবকিছুর মালিক আল্লাহ, কেউ কেউ বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে : তারেক রহমান বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল: মির্জা ফখরুল ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না : আবুল কালাম শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প আত্মসাৎ: ৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশও, বন্ধ হয়নি সব দরজা : বুলবুল নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিধস, বহু মানুষ নিখোঁজ, উদ্ধার অভিযান জোরদার

ফাইলে পড়ছে সই, ড্রয়ার ভরছে টাকায়, ভিডিও

অাকাশ জাতীয় ডেস্ক:

আর দশটা সরকারি অফিসের মতোই তার অফিস। টেবিলের ওপর ফাইলের স্তুপ। হাতের বাম পাশে টেবিলের একটি ড্রয়ার। ড্রয়ারে কাড়ি কাড়ি টাকা পড়ছে, আর তিনি দ্রুত সই করছেন একেকটি ফাইল। গুনে গুনে বুঝে নিচ্ছেন ফাইল পিছু টাকা। তবে সে টাকা ঘুষের। ড্রয়ার ভর্তি হলে কিছু টাকা পকেটেও ঢোকাচ্ছেন তিনি।

এমনই একটি ভিডিওচিত্র বৃহস্পতিবার থেকে ভাইরাল হয়ে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অফিসটা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়। আর যিনি ঘুষ নিয়ে দ্রুতগতিতে সই করে ফাইল ছাড়ছেন, তিনি আড়াইহাজার উপজেলার সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডল।

ভিডিওটিতে দেখা যায়, এছহাক আলী মণ্ডলের সামনে ফাইলের স্তূপ। তিনি দ্রুতগতিতে প্রতিটি ফাইল সই করার আগে গুনে গুনে ঘুষ নিচ্ছেন। তার বাম পাশ থেকে এক ব্যক্তি ফাইল এগিয়ে দিচ্ছেন। আর প্রতিটি ফাইলের সঙ্গে টাকা ড্রয়ারে রাখছেন তিনি।

এছহাক আলী মণ্ডলের ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশের পর জেলাজুড়ে চলছে সমালোচনা। ফেসবুকেও অজস্র শেয়ার হচ্ছে এ ভিডিও। সেখানে নানা জন নানা রকম মন্তব্য করছেন।

জানা গেছে, গত কয়েক দিন ধরে আড়াইহাজারে রেজিস্ট্রি নিয়ে সাব-রেজিস্ট্রার কর্মকর্তার সঙ্গে দলিল লেখকদের বিরোধ চলে আসছিল। দলিল লেখকদের অভিযোগ, টাকা ছাড়া কোনো ফাইল ও দলিল সই করে না সাব-রেজিস্ট্রার এছহাক আলী মন্ডল।

তবে এ এছহাক আলীর পাল্টা অভিযোগ, ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষক কয়েকজন দলিল লেখক অনৈতিক সুবিধা আদায় করতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

দুই পক্ষের মধ্যকার এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই বৃহস্পতিবার প্রকাশ পায় আলোচিত ভিডিওটি। যেখানে সাব-রেজিস্ট্রারকে দেখা গেছে প্রকাশ্যে ঘুষ গ্রহণ করতে। তিনি ঘুষ নিচ্ছেন আরেকদিকে স্বাক্ষর করছেন। আবার টেবিলের ড্রয়ারের টাকায় ভরে গেলে তা নিয়ে নিজের পকেটেও ঢোকাচ্ছেন।

উপজেলা দলিল লেখক সমিতির সেক্রেটারি নূরুল আমিন অভিযোগ করে বলেন, আড়াইহাজারের সাব-রেজিস্ট্রার গত দুই মাস আগে বদলি হয়। যে কারণে জেলার বন্দর উপজেলার সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডলকে সেখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি সেখানে যোগ দেয়ার পর থেকেই প্রতিটি দলিলের জন্য মোটা অংকের টাকা ঘুষ দাবি করে দলিল লেখকদের কাছে। তার দাবিকৃত ঘুষ না দিতে পারলেই সেই দলিল আর রেজিস্ট্রি হয় না। তার ঘুষ চাওয়া ও অন্যান্য অনিয়মের কারণে দেড় শতাধিক দলিল লেখক গত বুধবার থেকে কর্মবিরতি পালন করছে।

তবে সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডল দলিল লেখকদের সব অভিযোগ অস্বীকার করে দৈনিক আকাশকে বলেন, ‘দলিল লেখক সমিতির একটি অংশের অবৈধ চাপে নতি স্বীকার না করায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জমি ক্রেতা বিক্রেতাদের ভোগান্তিতে ফেলেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রিনল্যান্ডের দাম ১ বিলিয়ন ডলার, ট্রাম্পের হয়ে ডেনমার্ককে পুতিনের খোঁচা

ফাইলে পড়ছে সই, ড্রয়ার ভরছে টাকায়, ভিডিও

আপডেট সময় ০৪:৩২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

আর দশটা সরকারি অফিসের মতোই তার অফিস। টেবিলের ওপর ফাইলের স্তুপ। হাতের বাম পাশে টেবিলের একটি ড্রয়ার। ড্রয়ারে কাড়ি কাড়ি টাকা পড়ছে, আর তিনি দ্রুত সই করছেন একেকটি ফাইল। গুনে গুনে বুঝে নিচ্ছেন ফাইল পিছু টাকা। তবে সে টাকা ঘুষের। ড্রয়ার ভর্তি হলে কিছু টাকা পকেটেও ঢোকাচ্ছেন তিনি।

এমনই একটি ভিডিওচিত্র বৃহস্পতিবার থেকে ভাইরাল হয়ে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অফিসটা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়। আর যিনি ঘুষ নিয়ে দ্রুতগতিতে সই করে ফাইল ছাড়ছেন, তিনি আড়াইহাজার উপজেলার সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডল।

ভিডিওটিতে দেখা যায়, এছহাক আলী মণ্ডলের সামনে ফাইলের স্তূপ। তিনি দ্রুতগতিতে প্রতিটি ফাইল সই করার আগে গুনে গুনে ঘুষ নিচ্ছেন। তার বাম পাশ থেকে এক ব্যক্তি ফাইল এগিয়ে দিচ্ছেন। আর প্রতিটি ফাইলের সঙ্গে টাকা ড্রয়ারে রাখছেন তিনি।

এছহাক আলী মণ্ডলের ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশের পর জেলাজুড়ে চলছে সমালোচনা। ফেসবুকেও অজস্র শেয়ার হচ্ছে এ ভিডিও। সেখানে নানা জন নানা রকম মন্তব্য করছেন।

জানা গেছে, গত কয়েক দিন ধরে আড়াইহাজারে রেজিস্ট্রি নিয়ে সাব-রেজিস্ট্রার কর্মকর্তার সঙ্গে দলিল লেখকদের বিরোধ চলে আসছিল। দলিল লেখকদের অভিযোগ, টাকা ছাড়া কোনো ফাইল ও দলিল সই করে না সাব-রেজিস্ট্রার এছহাক আলী মন্ডল।

তবে এ এছহাক আলীর পাল্টা অভিযোগ, ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষক কয়েকজন দলিল লেখক অনৈতিক সুবিধা আদায় করতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

দুই পক্ষের মধ্যকার এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই বৃহস্পতিবার প্রকাশ পায় আলোচিত ভিডিওটি। যেখানে সাব-রেজিস্ট্রারকে দেখা গেছে প্রকাশ্যে ঘুষ গ্রহণ করতে। তিনি ঘুষ নিচ্ছেন আরেকদিকে স্বাক্ষর করছেন। আবার টেবিলের ড্রয়ারের টাকায় ভরে গেলে তা নিয়ে নিজের পকেটেও ঢোকাচ্ছেন।

উপজেলা দলিল লেখক সমিতির সেক্রেটারি নূরুল আমিন অভিযোগ করে বলেন, আড়াইহাজারের সাব-রেজিস্ট্রার গত দুই মাস আগে বদলি হয়। যে কারণে জেলার বন্দর উপজেলার সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডলকে সেখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি সেখানে যোগ দেয়ার পর থেকেই প্রতিটি দলিলের জন্য মোটা অংকের টাকা ঘুষ দাবি করে দলিল লেখকদের কাছে। তার দাবিকৃত ঘুষ না দিতে পারলেই সেই দলিল আর রেজিস্ট্রি হয় না। তার ঘুষ চাওয়া ও অন্যান্য অনিয়মের কারণে দেড় শতাধিক দলিল লেখক গত বুধবার থেকে কর্মবিরতি পালন করছে।

তবে সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডল দলিল লেখকদের সব অভিযোগ অস্বীকার করে দৈনিক আকাশকে বলেন, ‘দলিল লেখক সমিতির একটি অংশের অবৈধ চাপে নতি স্বীকার না করায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জমি ক্রেতা বিক্রেতাদের ভোগান্তিতে ফেলেছে।’