ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

ম্যাচের সময়ের মুস্তাফিজ ও নেটের মুস্তাফিজে পার্থক্য অনেক: বিজয় শঙ্কর

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিদাহাস ট্রফির ফাইনালে বিজয় শঙ্করকে করা মুস্তাফিজুর রহামানের অবিশ্বাস্য ওভারে গল্প এখন সবার মুখে মুখে। বিষাক্ত কাটারে ভরা ওভারটিতে মাত্র এক রান (লেগ বাই) ও এক উইকেট শিকার (মানিশ পান্ডে) করেছিলেন মুস্তাফিজ।

চাপের মুখে মুস্তাফিজের বিপক্ষে খেলা পাঁচটি বলের একটিতেও শঙ্করের ব্যাটের সংযোগ হয়নি। ভারতের হয়ে এই নিদাহাস ট্রফির অভিষেক হওয়া তামিল নাড়ুর এই অলরাউন্ডার বল হাতে নিজেকে চেনালেও সেই ফাইনাল ম্যাচেই প্রথমবারের মত ব্যাট করতে নামেন।
ডেথ ওভারে হার্ড হিটিংয়ের জন্য পরিচিত বিজয় শঙ্কর ফাইনালে মুস্তাফিজের ওভারে তার ব্যাটিং পারফর্মেন্সে বেশ হতাশ। তার ভাষায়, ‘ওই পাঁচটি বল খেলতে না পারায় আমি এখনো হতাশ। ম্যাচটা শেষ করে আসতে না পারায় আক্ষেপ আছে আমার।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ইনিংসেই এমন সুযোগ সবসময় মিলে না। আমি যদি একটা ছয় মারতে পারতাম, তাহলে বিষয়টি ভিন্ন হতে পারতো। আমি এমন অবস্থায় ব্যাট করার জন্য নিজেকে গড়ে তুলেছি কিন্তু সময়মত পারফর্ম করতে পারি নি, এটা বেশি হতাশার। ‘

শঙ্কর ও মুস্তাফিজুর রহমান আইপিএলে একই দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন। একই নেটে একে অপরের বিপক্ষে অনুশীলন করেছিলেন এই দুই সাবেক সতীর্থ। তবে ম্যাচের সময়ের মুস্তাফিজ ও নেটের মুস্তাফিজে পার্থক্য অনেক, এমন অভিমত বিজয় শঙ্করের।

‘ম্যাচের সময়ের মুস্তাফিজ ও নেটের মুস্তাফিজে অনেক পার্থক্য। অন্য কোন দিন হয়তো আমি ওই পাঁচটি বল মিস করব না। আমি বলব না চাপে পড়ে আমি বল গুলো মিস করেছি, হয়তো ওইদিনটা আমার ছিল না। ‘

বিজয় শঙ্কর নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচ শেষ করতে আসতে না পারলেও পেরেছেন দীনেশ কার্তিক। অবিশ্বাস্য ইনিংসে শেষ দুই ওভারে ভারতকে চ্যাম্পিয়ন করেছে মাঠ ছাড়েন এই অভিজ্ঞ ক্রিকেটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

ম্যাচের সময়ের মুস্তাফিজ ও নেটের মুস্তাফিজে পার্থক্য অনেক: বিজয় শঙ্কর

আপডেট সময় ০৮:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিদাহাস ট্রফির ফাইনালে বিজয় শঙ্করকে করা মুস্তাফিজুর রহামানের অবিশ্বাস্য ওভারে গল্প এখন সবার মুখে মুখে। বিষাক্ত কাটারে ভরা ওভারটিতে মাত্র এক রান (লেগ বাই) ও এক উইকেট শিকার (মানিশ পান্ডে) করেছিলেন মুস্তাফিজ।

চাপের মুখে মুস্তাফিজের বিপক্ষে খেলা পাঁচটি বলের একটিতেও শঙ্করের ব্যাটের সংযোগ হয়নি। ভারতের হয়ে এই নিদাহাস ট্রফির অভিষেক হওয়া তামিল নাড়ুর এই অলরাউন্ডার বল হাতে নিজেকে চেনালেও সেই ফাইনাল ম্যাচেই প্রথমবারের মত ব্যাট করতে নামেন।
ডেথ ওভারে হার্ড হিটিংয়ের জন্য পরিচিত বিজয় শঙ্কর ফাইনালে মুস্তাফিজের ওভারে তার ব্যাটিং পারফর্মেন্সে বেশ হতাশ। তার ভাষায়, ‘ওই পাঁচটি বল খেলতে না পারায় আমি এখনো হতাশ। ম্যাচটা শেষ করে আসতে না পারায় আক্ষেপ আছে আমার।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ইনিংসেই এমন সুযোগ সবসময় মিলে না। আমি যদি একটা ছয় মারতে পারতাম, তাহলে বিষয়টি ভিন্ন হতে পারতো। আমি এমন অবস্থায় ব্যাট করার জন্য নিজেকে গড়ে তুলেছি কিন্তু সময়মত পারফর্ম করতে পারি নি, এটা বেশি হতাশার। ‘

শঙ্কর ও মুস্তাফিজুর রহমান আইপিএলে একই দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন। একই নেটে একে অপরের বিপক্ষে অনুশীলন করেছিলেন এই দুই সাবেক সতীর্থ। তবে ম্যাচের সময়ের মুস্তাফিজ ও নেটের মুস্তাফিজে পার্থক্য অনেক, এমন অভিমত বিজয় শঙ্করের।

‘ম্যাচের সময়ের মুস্তাফিজ ও নেটের মুস্তাফিজে অনেক পার্থক্য। অন্য কোন দিন হয়তো আমি ওই পাঁচটি বল মিস করব না। আমি বলব না চাপে পড়ে আমি বল গুলো মিস করেছি, হয়তো ওইদিনটা আমার ছিল না। ‘

বিজয় শঙ্কর নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচ শেষ করতে আসতে না পারলেও পেরেছেন দীনেশ কার্তিক। অবিশ্বাস্য ইনিংসে শেষ দুই ওভারে ভারতকে চ্যাম্পিয়ন করেছে মাঠ ছাড়েন এই অভিজ্ঞ ক্রিকেটার।