ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার

বান্ধবে কোনালের কণ্ঠে মৌ এর গান

আকাশ বিনোদন ডেস্ক:

সুজন বড়ুয়া পরিচালনায় ও অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘বান্ধব’। ম ম র রুবেলের কাহিনী ও সংলাপে নির্মিত চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগতা মৌ খান। গত বছরের ফেব্রুয়ারিতে গাজীপুরের জয়দেবপুর থেকে শুরু হয় ‘বান্ধব’র শুটিং। এরই মধ্যে বান্ধবের শুটিং শেষ হয়েছে বলে পরিচালক সুজন বড়ুয়া জানান।

তবে এরইমধ্যে ছবিটির একটি নতুন গানের রেকর্ড হয়ে গেল। ‘বান্ধব ছাড়া একটা মানুষ বাঁচে কেমনে’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা সোমনূর মনির কোনাল। গানটির কথা লিখেছেন মুন্সী ওয়াদুদ। এতে সুর-সংগীতায়োজন করেছেন গানের নন্দিত মানুষ শেখ সাদী খান।

পরিচালক বলেন, ‘এই গানের দৃশ্যায়ণ আগেই হয়েছে। গানটির রেকর্ডিংয়ের অপেক্ষায় ছিলাম। দিন কয়েক আগেই রাজধানীর একটি স্টুডিওতে গানটিতে কন্ঠ দিলেন কোনাল। চমৎকার কথার গানটিতে হৃদয়গ্রাহী সুর-সংগীত করেছেন শ্রদ্ধেয় শেখ সাদী খান। আর কোনাল গেয়েছেন দারুণ। এই গানের সঙ্গে পর্দায় হাজির হবেন ছবির নায়িকা মৌ। আশা করছি ছবির দর্শক এই গানটি পছন্দ করবেন।’

এক বছর পেরিয়ে গেল ছবিটির অপেক্ষায়। এই প্রসঙ্গে পরিচালক সুজন বড়ুয়ার বলেন, ‘এতটা সময় আসলে গল্পের প্রয়োজনেই নিতে হয়েছে। কারণ এখানে মূল চরিত্রটিকে ১৬ বছর বয়স থেকে দেখানো হচ্ছে যা ২৮ বছর বয়স পর্যন্ত দেখানো হবে। এজন্য সেই চরিত্রের শিল্পী অর্থাৎ নায়িকা মৌ খানকে বেশ কয়েকবার শারীরিক পরিবর্তন আনতে হয়েছে। যে কারণে এই সময়টুকু অপেক্ষা করতে হয়েছে আমাকে।’ ‘বান্ধব’র সব কাজ গুছিয়ে এনেছেন পরিচালক। শিগগিরই ছবিটি সেন্সরে জমা পড়বে বলে জানালেন তিনি।

মৌ খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, রেবেকা রৌফ, জয় রাজ, হাবিব খান, শায়লা,আরফান, নাহিদ, সানজি, উমিলা উর্মি, সোহেল, রুবেল, আন্না, গুলজার, সুমিত, আসমা বেগম শিউলী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাম্বুলেন্স আটকে রোগীর স্বজন-চালককে লাঞ্ছিত, পথে বৃদ্ধের মৃত্যু

বান্ধবে কোনালের কণ্ঠে মৌ এর গান

আপডেট সময় ১২:২৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

সুজন বড়ুয়া পরিচালনায় ও অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘বান্ধব’। ম ম র রুবেলের কাহিনী ও সংলাপে নির্মিত চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগতা মৌ খান। গত বছরের ফেব্রুয়ারিতে গাজীপুরের জয়দেবপুর থেকে শুরু হয় ‘বান্ধব’র শুটিং। এরই মধ্যে বান্ধবের শুটিং শেষ হয়েছে বলে পরিচালক সুজন বড়ুয়া জানান।

তবে এরইমধ্যে ছবিটির একটি নতুন গানের রেকর্ড হয়ে গেল। ‘বান্ধব ছাড়া একটা মানুষ বাঁচে কেমনে’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা সোমনূর মনির কোনাল। গানটির কথা লিখেছেন মুন্সী ওয়াদুদ। এতে সুর-সংগীতায়োজন করেছেন গানের নন্দিত মানুষ শেখ সাদী খান।

পরিচালক বলেন, ‘এই গানের দৃশ্যায়ণ আগেই হয়েছে। গানটির রেকর্ডিংয়ের অপেক্ষায় ছিলাম। দিন কয়েক আগেই রাজধানীর একটি স্টুডিওতে গানটিতে কন্ঠ দিলেন কোনাল। চমৎকার কথার গানটিতে হৃদয়গ্রাহী সুর-সংগীত করেছেন শ্রদ্ধেয় শেখ সাদী খান। আর কোনাল গেয়েছেন দারুণ। এই গানের সঙ্গে পর্দায় হাজির হবেন ছবির নায়িকা মৌ। আশা করছি ছবির দর্শক এই গানটি পছন্দ করবেন।’

এক বছর পেরিয়ে গেল ছবিটির অপেক্ষায়। এই প্রসঙ্গে পরিচালক সুজন বড়ুয়ার বলেন, ‘এতটা সময় আসলে গল্পের প্রয়োজনেই নিতে হয়েছে। কারণ এখানে মূল চরিত্রটিকে ১৬ বছর বয়স থেকে দেখানো হচ্ছে যা ২৮ বছর বয়স পর্যন্ত দেখানো হবে। এজন্য সেই চরিত্রের শিল্পী অর্থাৎ নায়িকা মৌ খানকে বেশ কয়েকবার শারীরিক পরিবর্তন আনতে হয়েছে। যে কারণে এই সময়টুকু অপেক্ষা করতে হয়েছে আমাকে।’ ‘বান্ধব’র সব কাজ গুছিয়ে এনেছেন পরিচালক। শিগগিরই ছবিটি সেন্সরে জমা পড়বে বলে জানালেন তিনি।

মৌ খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, রেবেকা রৌফ, জয় রাজ, হাবিব খান, শায়লা,আরফান, নাহিদ, সানজি, উমিলা উর্মি, সোহেল, রুবেল, আন্না, গুলজার, সুমিত, আসমা বেগম শিউলী প্রমুখ।