ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

পেটে গজ রেখে সেলাই, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে ফের সিজারিয়ান অস্ত্রোপচারের পর রোগীর পেটে গজ ব্যান্ডেজ রেখে সেলাই করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানায় এক চিকিৎসকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের বাসিন্দা আলী আজম।

এর আগে রবিবার সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। মামলায় নগরীর ঘোষপাড়া এলাকার ‘মা ফাতেমা’ নামে একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসক সুলতানা নাজনীন রিতাকে আসামি করা হয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, গত বছরের ২৩ ডিসেম্বর আলী আজম তার স্ত্রী আলাপী বেগমকে সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য মা ফাতেমা ক্লিনিকে ভর্তি করান। ওই দিনই বিকালে ডা. সুলতানা নাজনীন রিতা সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসব করান। তবে পেটের মধ্যে তিনটি গজ ব্যান্ডেজ রেখেই এ সেলাই করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বাদী আলী আজম বলেন, সিজিরিয়ানের পর থেকেই আলাপী বেগম প্রচণ্ড পেটের ব্যথা অনুভব করতেন। গত ২০ জানুয়ারি তাকে মা ফাতেমা ক্লিনিকে নিয়ে গিয়ে ফের চিকিৎসক নানজীনকে দেখানো হয়। তিনি ব্যথার ওষুধ দিয়ে বিদায় করে দেন। এরপরও তার ব্যথা ভাল না হলে গত শনিবার তাকে আরেকটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

সেখানকার চিকিৎসক তার আল্ট্রাসনোগ্রাফি করান। এতে তার পেটে তিনটি গজ আছে বলে ধরা পড়ে। ওই দিন রাতেই আলাপী বেগমের পেটে অস্ত্রোপচার করে গজ বের করা হয়। এখন আলাপী নগরীর লক্ষ্মীপুর মোড়ের মাদারল্যান্ড নামের এই ক্লিনিকেই ভর্তি আছেন। তার অবস্থা ভাল নয় বলেও জানান তার স্বামী।

এ ব্যাপারে কথা বলতে চিকিৎসক সুলতানা নাজনীন রিতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, রোগীর স্বামী করা মামলা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ওই চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেটে গজ রেখে সেলাই, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০২:২৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে ফের সিজারিয়ান অস্ত্রোপচারের পর রোগীর পেটে গজ ব্যান্ডেজ রেখে সেলাই করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানায় এক চিকিৎসকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের বাসিন্দা আলী আজম।

এর আগে রবিবার সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। মামলায় নগরীর ঘোষপাড়া এলাকার ‘মা ফাতেমা’ নামে একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসক সুলতানা নাজনীন রিতাকে আসামি করা হয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, গত বছরের ২৩ ডিসেম্বর আলী আজম তার স্ত্রী আলাপী বেগমকে সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য মা ফাতেমা ক্লিনিকে ভর্তি করান। ওই দিনই বিকালে ডা. সুলতানা নাজনীন রিতা সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসব করান। তবে পেটের মধ্যে তিনটি গজ ব্যান্ডেজ রেখেই এ সেলাই করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বাদী আলী আজম বলেন, সিজিরিয়ানের পর থেকেই আলাপী বেগম প্রচণ্ড পেটের ব্যথা অনুভব করতেন। গত ২০ জানুয়ারি তাকে মা ফাতেমা ক্লিনিকে নিয়ে গিয়ে ফের চিকিৎসক নানজীনকে দেখানো হয়। তিনি ব্যথার ওষুধ দিয়ে বিদায় করে দেন। এরপরও তার ব্যথা ভাল না হলে গত শনিবার তাকে আরেকটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

সেখানকার চিকিৎসক তার আল্ট্রাসনোগ্রাফি করান। এতে তার পেটে তিনটি গজ আছে বলে ধরা পড়ে। ওই দিন রাতেই আলাপী বেগমের পেটে অস্ত্রোপচার করে গজ বের করা হয়। এখন আলাপী নগরীর লক্ষ্মীপুর মোড়ের মাদারল্যান্ড নামের এই ক্লিনিকেই ভর্তি আছেন। তার অবস্থা ভাল নয় বলেও জানান তার স্বামী।

এ ব্যাপারে কথা বলতে চিকিৎসক সুলতানা নাজনীন রিতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, রোগীর স্বামী করা মামলা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ওই চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।