আকাশ আইসিটি ডেস্ক:
রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে গ্রামীণফোনের ৪জি নেটওয়ার্ক সেবা চালু করা হয়েছে। রোববার নগরীর একটি রেস্টুরেন্টে গ্রামীণফোন আজ সেরা সেবার প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে রাজশাহী শহরের কিছু এলাকায় ৪জি সেবা চালু করা হয়।
গ্রামীণফোনের হেড অফ ট্র্যান্সফরমেশন কাজী মাহবুব হাসান আনুষ্ঠানিকভাবে ৪জি চালু করার ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডিরেক্টর ডেপ্লয়মেন্ট এন্ড প্রোজেক্ট, টেকনোলজি বিভাগ মোহাম্মদ সাইফুল ইসলাম এবং রাজশাহী বিজনেস সার্কেল প্রধান তৌহিদুর রহমান তালুকদার।
মাহবুব হাসান বর্তমানে রাজশাহীর নিউমার্কেট এবং আলুপট্টি এলাকায় ৪জি সেবা চালু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এ সেবা বিস্তৃত হবে। গ্রামীণফোন রাজশাহীর গ্রাহকদের জন্য সেরা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ৪জির ক্ষেত্রেও এর কোন ব্যাতিক্রম হবে না। রাজশাহীর মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসাগুলো ৪জি চালু হওয়ায় বিপুলভাবে উপকৃত হবে। ৪জি রাজশাহীর ডিজিটালাইজেশনকে আরো এগিয়ে দেবে এবং গ্রামীণফোন তার আধুনিক নেটওয়ার্ক ও সেরা ৪জি সেবা নিয়ে এতে সহায়তা দেবে।
৪জি বিস্তারের সঙ্গে নেটওয়ার্কের আধুনিকায়নের ফলে গ্রাহকরা এইচডি ভিডিও, লাইভ টিভি স্ট্রিমিং, ঝকঝকে ভিডিও কল আর দ্রুতগতির ডাউনলোড উপভোগ করতে পারবেন।
গ্রাহকরা *১২১*৩২৩২# ডায়াল করে জানতে পারবেন যে তাদের সিম ৪জি উপযোগী কি না। যদি না হয় তাহলে নিকটস্থ সিম পরিবর্তন কেন্দ্র বা গ্রামীণফোন সেন্টারে গিয়ে সিম পরিবর্তন করতে অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও ৪জি উপভোগ করতে ৪জি উপযোগী হ্যান্ডসেটও প্রয়োজন হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























