অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সিরিয়ার আফরিনে তুরস্কের সেনা অভিযানে এ পর্যন্ত পিকেকে, ওয়াইপিজিও দায়েশের প্রায় ৫০০ সন্ত্রাসী নিহত হয়েছে। তুর্কিশ আর্মড ফোর্সের (টিএসকে) এর বরাত দিয়ে রোববার এ খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সির।
টিএসকে জানিয়েছে, অভিযানে সন্ত্রাসীদের ছয়টি আস্তানাও ধ্বংস করা হয়েছে। এছাড়া বিমান হামলার মাধ্যমে সন্ত্রাসীদের কয়েকটি অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী যাতে সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছে বলে দাবি করেছে টিএসকে।
উল্লেখ্য, গত সপ্তাহের শুরু থেকে তুর্কি সেনাবাহিনী সিরিয়ার আফরিনে অভিযান পরিচালনা করছে। আফরিন এলাকা পিকেকে ও দায়েশ যোদ্ধাদের নির্মূলে এ অভিযান পরিচালনা করছে তুর্কি বাহিনী। তবে আফরিন থেকে অভিযান বিস্তৃত করে তুর্কি সেনারা আজাজ শহরের দিকে অগ্রসর হবে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
আকাশ নিউজ ডেস্ক 
























