ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১০ রাউন্ড গুলি করে হত্যা পৌঢ়াকে, ভিডিও সহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গুলির পর গুলি। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন প্রৌঢ়া। নিশ্চিত হওয়ার জন্য আরও ১০ রাউন্ড গুলি। এভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত গুলি করা হলো ৬০ বছর বয়সী এক প্রৌঢ়াকে। রেয়াত করা হলো না তার ছেলেকেও। গত বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরুট জেলার সোরখা গ্রামে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা খুনের ঘটনা। ভিডিওতে দেখা গিয়েছে, নিছত্তর কৌর নামে ওই মহিলা তার বাড়ির বাইরে খাটিয়ায় বসেছিলেন। সেই সময় তার ওপর হামলা চালায় তিন দুষ্কৃতী।

প্রত্যেকের হাতেই ছিল রিভলবার। নিছত্তরের পাশে আরও এক মহিলা ছিলেন। তাকে চলে যেতে বলা হয়। পর পর ১০ রাউন্ড গুলি ছোড়ে তারা। প্রৌঢ়া মারা গিয়েছেন নিশ্চিত হওয়ার পরেই এলাকা ছাড়ে তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিছত্তরকে খুন করার আগে তার ছেলে বলবিন্দরকে খুন করে ওই দুষ্কৃতীরা। সেই সময় বলবিন্দর মাঠে কাজ করছিলেন। সেখানেই পর পর গুলিতে ঝাঁঝরা করে দেয়া হয় তাকে। তার পরেই তার বাড়িতে এসে নিছত্তরের ওপর চড়াও হয় তারা।

কেন ঘটল এমন ঘটনা?

পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালে খুন হন সোরখার বাসিন্দা নরেন্দ্র। ওই খুনের ঘটনারই সাক্ষী ছিলেন তার স্ত্রী নিছত্তর এবং ছেলে বলবিন্দর। আদালতে সাক্ষী না দেয়ার জন্য বহু দিন ধরেই তাদের হুমকি দিচ্ছিল অভিযুক্তরা। কিন্তু সেই হুমকি তারা মানেননি। সে কারণেই হয়তো এই খুন।

https://www.youtube.com/watch?v=MylFebJ4pdM

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ রাউন্ড গুলি করে হত্যা পৌঢ়াকে, ভিডিও সহ

আপডেট সময় ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গুলির পর গুলি। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন প্রৌঢ়া। নিশ্চিত হওয়ার জন্য আরও ১০ রাউন্ড গুলি। এভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত গুলি করা হলো ৬০ বছর বয়সী এক প্রৌঢ়াকে। রেয়াত করা হলো না তার ছেলেকেও। গত বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরুট জেলার সোরখা গ্রামে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা খুনের ঘটনা। ভিডিওতে দেখা গিয়েছে, নিছত্তর কৌর নামে ওই মহিলা তার বাড়ির বাইরে খাটিয়ায় বসেছিলেন। সেই সময় তার ওপর হামলা চালায় তিন দুষ্কৃতী।

প্রত্যেকের হাতেই ছিল রিভলবার। নিছত্তরের পাশে আরও এক মহিলা ছিলেন। তাকে চলে যেতে বলা হয়। পর পর ১০ রাউন্ড গুলি ছোড়ে তারা। প্রৌঢ়া মারা গিয়েছেন নিশ্চিত হওয়ার পরেই এলাকা ছাড়ে তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিছত্তরকে খুন করার আগে তার ছেলে বলবিন্দরকে খুন করে ওই দুষ্কৃতীরা। সেই সময় বলবিন্দর মাঠে কাজ করছিলেন। সেখানেই পর পর গুলিতে ঝাঁঝরা করে দেয়া হয় তাকে। তার পরেই তার বাড়িতে এসে নিছত্তরের ওপর চড়াও হয় তারা।

কেন ঘটল এমন ঘটনা?

পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালে খুন হন সোরখার বাসিন্দা নরেন্দ্র। ওই খুনের ঘটনারই সাক্ষী ছিলেন তার স্ত্রী নিছত্তর এবং ছেলে বলবিন্দর। আদালতে সাক্ষী না দেয়ার জন্য বহু দিন ধরেই তাদের হুমকি দিচ্ছিল অভিযুক্তরা। কিন্তু সেই হুমকি তারা মানেননি। সে কারণেই হয়তো এই খুন।

https://www.youtube.com/watch?v=MylFebJ4pdM