অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে ২০০ প্রিন্স ও মন্ত্রীদের মধ্যে ২৩ জনকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। নির্দিষ্ট পরিমাণ অর্থ ও সম্পদের বিনিময়ে তাদেরকে মুক্তি দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে এদের মধ্যে এখন পর্যন্ত কারও নাম প্রকাশ করা হয়নি। সৌদি সংবাদমাধ্যম ওকাজ এ তথ্য জানিয়েছে।
গত নভেম্বরে রাজপরিবারের সদস্যসহ সরকারের প্রভাবশালী এই ব্যক্তিকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়। তাদেরকে রিয়াদের বিলাসবহুল হোটেল রিজ কার্লটনে আটক করে রাখা হয়।
এর আগে সৌদি যুবরাজ সালমানের প্রতিদ্বন্দ্বী প্রিন্স মিতেব আব্দুল্লাহকে ১শ’ কোটি ডলারের বিনিময়ে ছেড়ে দেয়া হয়। আটককৃত সবার সঙ্গে সমঝোতার চেষ্টা করছে সৌদি সরকার। অর্থ ও সম্পদের বিনিময়ে আগামীতে আরো কয়েকজনকে মুক্তি দেয়া হবে বলেও জানা যায়।
রাজপরিবারে নিজের কর্তৃত্ব সুসংহত করতেই এই অভিযান চালিয়েছেন যুবরাজ বিন সালমান। তবে তা অস্বীকার করেছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























