ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদের সাজা ৩ জানুয়ারি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হলেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। গতকাল রাঁচিতে সিবিআইয়ের বিশেষ আদালতে আরজেডি দলের প্রধানকে দোষী সাব্যস্ত করেন বিচারক শিবপাল সিং।

আগামী ৩ জানুয়ারি দুই দশকের পুরনো এই মামলায় সাজা ঘোষণার তারিখ জানানো হয়েছে। ২৩ জন অভিযুক্তের মধ্যে ছয়জনকে বেকসুর মুক্তি দিয়েছেন আদালত। বেকসুর খালাস পেয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র।

এই রায় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে লালুর দল আরজেডি। দলের পক্ষ থেকে দ্রুত সংবাদ সম্মেলন করে উচ্চ আদালতে আবেদন করা হবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে বিরোধীদের কণ্ঠস্বর রোধে কেন্দ্র সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার টু-জি মামলায় রেহাই পেয়েছে ইউপিএ আমলে কংগ্রেসের শরিক ডিএমকে। বিজেপিবিরোধী লড়াইয়ে কংগ্রেসের বিশ্বস্ত শরিক লালুপ্রসাদ যাদবের পরীক্ষা ছিল গতকাল। রাঁচির বিশেষ সিবিআই আদালত দুই দশক পুরনো পশুখাদ্য মামলায় রায় দিলেন এদিন।

পশুখাদ্য কেনা নিয়ে ভুয়া বিল তৈরি এবং পরিবহনের জন্যও কিছু ভুয়া বিলের অভিযোগে এ মামলা হয়। স্থানীয় ট্রেজারি থেকে এ বাবদ ৮৪ কোটি ৫০ লাখ টাকা তুলে নেওয়া হয়েছিল লালুপ্রসাদ যাদব মুখ্যমন্ত্রী থাকার সময়। ১৯৯৪-৯৬ সালের মধ্যে এই দুর্নীতি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদের সাজা ৩ জানুয়ারি

আপডেট সময় ০২:৩০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হলেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। গতকাল রাঁচিতে সিবিআইয়ের বিশেষ আদালতে আরজেডি দলের প্রধানকে দোষী সাব্যস্ত করেন বিচারক শিবপাল সিং।

আগামী ৩ জানুয়ারি দুই দশকের পুরনো এই মামলায় সাজা ঘোষণার তারিখ জানানো হয়েছে। ২৩ জন অভিযুক্তের মধ্যে ছয়জনকে বেকসুর মুক্তি দিয়েছেন আদালত। বেকসুর খালাস পেয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র।

এই রায় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে লালুর দল আরজেডি। দলের পক্ষ থেকে দ্রুত সংবাদ সম্মেলন করে উচ্চ আদালতে আবেদন করা হবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে বিরোধীদের কণ্ঠস্বর রোধে কেন্দ্র সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার টু-জি মামলায় রেহাই পেয়েছে ইউপিএ আমলে কংগ্রেসের শরিক ডিএমকে। বিজেপিবিরোধী লড়াইয়ে কংগ্রেসের বিশ্বস্ত শরিক লালুপ্রসাদ যাদবের পরীক্ষা ছিল গতকাল। রাঁচির বিশেষ সিবিআই আদালত দুই দশক পুরনো পশুখাদ্য মামলায় রায় দিলেন এদিন।

পশুখাদ্য কেনা নিয়ে ভুয়া বিল তৈরি এবং পরিবহনের জন্যও কিছু ভুয়া বিলের অভিযোগে এ মামলা হয়। স্থানীয় ট্রেজারি থেকে এ বাবদ ৮৪ কোটি ৫০ লাখ টাকা তুলে নেওয়া হয়েছিল লালুপ্রসাদ যাদব মুখ্যমন্ত্রী থাকার সময়। ১৯৯৪-৯৬ সালের মধ্যে এই দুর্নীতি হয়।