ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

এই ক্ষুদ্রতম ক্রিসমাস গ্রিটিংস গড়বে বিশ্ব রেকর্ড!

আকাশ আইসিটি ডেস্ক:

এর আগে ২০০x২০৯ মাইক্রোমিটারের একটি ক্ষুদ্রতম ক্রিসমাস গ্রিটিং কার্ডের কথা জানা যায়।  আর ১ মাইক্রোমিটার হল ১ মিটারের ১০ লাখ ভাগের এক ভাগ মাত্র! হিসেব দেখে চোখ নিশ্চয়ই কপালে উঠেছে। ওঠারই কথা। কিন্তু, তার থেকেও বড় কথা, এ জিনিস তো খালি চোখে দেখাই যাবে না। কাউকে উপহার দেওয়ার তো প্রশ্নই ওঠে না। বিজ্ঞানীদের মতে, এই গ্রিটিং কার্ডটি উপহারের কাজ না করলেও, বিজ্ঞানের জগতে এটি একটি অসাধারণ দৃষ্টান্ত হয়ে রইল।

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের ‘ন্যাশনাল ফিজিকাল ল্যাবরেটরি’-র দুই বিজ্ঞানী, ডেভিড কক্স ও কিন মিনগার্ড মিলে এই কীর্তি স্থাপন করেন। তাদের মতে, যে টেকনোলজি ব্যবহার করে উৎসবের এই কার্ডটি তৈরি করা হয়েছে, তা সাধারণ জীবনেও কার্যকরী হবে।

সিলিকন নাইট্রেড-এর উপরে প্ল্যাটিনাম কোটিং, তার উপরে আয়ন বিম দিয়ে আঁকা হয়েছে একটি তুষার মানব, বা স্নো-ম্যান। তার নীচে পরিষ্কার অক্ষরে লেখা ‘সিজনস গ্রিটিংস’। ১৫x২০ মাইক্রোমিটার মাপের এই ক্রিসমাস কার্ডটি আগের কার্ডের তুলনায় ১০০ গুণ ছোট। বিজ্ঞানীদের মতে, একটি সাধারণ পোস্টাল স্ট্যাম্প ভরতে, এই কার্ডের সংখ্যা হতে হবে ২০০ মিলিয়নেরও বেশি।  এবেলা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

এই ক্ষুদ্রতম ক্রিসমাস গ্রিটিংস গড়বে বিশ্ব রেকর্ড!

আপডেট সময় ০৭:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭

আকাশ আইসিটি ডেস্ক:

এর আগে ২০০x২০৯ মাইক্রোমিটারের একটি ক্ষুদ্রতম ক্রিসমাস গ্রিটিং কার্ডের কথা জানা যায়।  আর ১ মাইক্রোমিটার হল ১ মিটারের ১০ লাখ ভাগের এক ভাগ মাত্র! হিসেব দেখে চোখ নিশ্চয়ই কপালে উঠেছে। ওঠারই কথা। কিন্তু, তার থেকেও বড় কথা, এ জিনিস তো খালি চোখে দেখাই যাবে না। কাউকে উপহার দেওয়ার তো প্রশ্নই ওঠে না। বিজ্ঞানীদের মতে, এই গ্রিটিং কার্ডটি উপহারের কাজ না করলেও, বিজ্ঞানের জগতে এটি একটি অসাধারণ দৃষ্টান্ত হয়ে রইল।

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের ‘ন্যাশনাল ফিজিকাল ল্যাবরেটরি’-র দুই বিজ্ঞানী, ডেভিড কক্স ও কিন মিনগার্ড মিলে এই কীর্তি স্থাপন করেন। তাদের মতে, যে টেকনোলজি ব্যবহার করে উৎসবের এই কার্ডটি তৈরি করা হয়েছে, তা সাধারণ জীবনেও কার্যকরী হবে।

সিলিকন নাইট্রেড-এর উপরে প্ল্যাটিনাম কোটিং, তার উপরে আয়ন বিম দিয়ে আঁকা হয়েছে একটি তুষার মানব, বা স্নো-ম্যান। তার নীচে পরিষ্কার অক্ষরে লেখা ‘সিজনস গ্রিটিংস’। ১৫x২০ মাইক্রোমিটার মাপের এই ক্রিসমাস কার্ডটি আগের কার্ডের তুলনায় ১০০ গুণ ছোট। বিজ্ঞানীদের মতে, একটি সাধারণ পোস্টাল স্ট্যাম্প ভরতে, এই কার্ডের সংখ্যা হতে হবে ২০০ মিলিয়নেরও বেশি।  এবেলা।