ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

চীন-ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করার তাগিদ দেবপ্রিয়ের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশ্ব ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে জানিয়ে বাংলাদেশকে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার গুলাশানের একটি হোটেলে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিটিও) সঙ্গে সিপিডির ডায়লগে এ কথা বলেন সিপিডির গবেষক। তিনি বলেন, ‘বাংলাদেশকে এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে বের হয়ে নতুন বিকাশমান চরিত্রের দিকে যেতে হবে।’

দেবপ্রিয় বলেন, ‘এশিয়া মহাদেশে যে নতুন ধরনের দেশগুলো বড় হয়ে দাঁড়াচ্ছে, এখানে চীন-ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক কীভাবে আরো বিকল্পভাবে ভালো করা যায় তা ভাবতে হবে।’

বাণিজ্য সম্প্রসারণের জন্য ডব্লিউটিওর পাশাপাশি আঞ্চিলিক, উপ-আঞ্চলিকভাবে এবং বাইরের অঞ্চলগুলোর সাথে মুক্ত বাণিজ্য আলোচনার পরামর্শও দিয়েছেন দেবপ্রিয়। আলোচনায় বাংলাদেশের সক্ষমতার বিষয়টি ‍তুলে ধরার তাগিদও দিয়েছেন তিনি।

সিপিডির এই বিশেষ ফেলো বলেন, ‘মুক্ত বাণিজ্য আলোচনা গত ১৭ বছরে খুব বেশি হয়তো আগায়নি। কিন্তু এখানের বাণিজ্য আলোচনার যে প্রতিশ্রুতিগুলো আছে, সেগুলো ভুলে গেলে চলবে না, এর মূল চেতনা অব্যাহত রাখতে হবে। এখানে বাংলাদেশেরও বড় ভূমিকা আছে, বিশেষ করে শুল্কমুক্ত বা কোটামুক্ত বাণিজ্য সুবিধা পাওয়ার জন্য।

দেবপ্রিয় বলেন, ডব্লিউটিওর সঙ্গে এই মুহূর্তে যে আলোচনা হচ্ছে, সেখানে স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ আরও জোরলোভাবে তুলে ধরতে হবে। নতুন বিষয়গুলোতেও বাংলাদেশকেও যুক্ত থাকতে হবে। কারণ আগের বিষয়গুলোতে বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত দেশ) হিসেবে যুক্ত থাকে, পরের বিষয়গুলোতে স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে বাংলাদেশের নতুন বিকাশমান চরিত্রের দিকে যেতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

চীন-ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করার তাগিদ দেবপ্রিয়ের

আপডেট সময় ০১:২৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশ্ব ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে জানিয়ে বাংলাদেশকে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার গুলাশানের একটি হোটেলে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিটিও) সঙ্গে সিপিডির ডায়লগে এ কথা বলেন সিপিডির গবেষক। তিনি বলেন, ‘বাংলাদেশকে এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে বের হয়ে নতুন বিকাশমান চরিত্রের দিকে যেতে হবে।’

দেবপ্রিয় বলেন, ‘এশিয়া মহাদেশে যে নতুন ধরনের দেশগুলো বড় হয়ে দাঁড়াচ্ছে, এখানে চীন-ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক কীভাবে আরো বিকল্পভাবে ভালো করা যায় তা ভাবতে হবে।’

বাণিজ্য সম্প্রসারণের জন্য ডব্লিউটিওর পাশাপাশি আঞ্চিলিক, উপ-আঞ্চলিকভাবে এবং বাইরের অঞ্চলগুলোর সাথে মুক্ত বাণিজ্য আলোচনার পরামর্শও দিয়েছেন দেবপ্রিয়। আলোচনায় বাংলাদেশের সক্ষমতার বিষয়টি ‍তুলে ধরার তাগিদও দিয়েছেন তিনি।

সিপিডির এই বিশেষ ফেলো বলেন, ‘মুক্ত বাণিজ্য আলোচনা গত ১৭ বছরে খুব বেশি হয়তো আগায়নি। কিন্তু এখানের বাণিজ্য আলোচনার যে প্রতিশ্রুতিগুলো আছে, সেগুলো ভুলে গেলে চলবে না, এর মূল চেতনা অব্যাহত রাখতে হবে। এখানে বাংলাদেশেরও বড় ভূমিকা আছে, বিশেষ করে শুল্কমুক্ত বা কোটামুক্ত বাণিজ্য সুবিধা পাওয়ার জন্য।

দেবপ্রিয় বলেন, ডব্লিউটিওর সঙ্গে এই মুহূর্তে যে আলোচনা হচ্ছে, সেখানে স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ আরও জোরলোভাবে তুলে ধরতে হবে। নতুন বিষয়গুলোতেও বাংলাদেশকেও যুক্ত থাকতে হবে। কারণ আগের বিষয়গুলোতে বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত দেশ) হিসেবে যুক্ত থাকে, পরের বিষয়গুলোতে স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে বাংলাদেশের নতুন বিকাশমান চরিত্রের দিকে যেতে হবে।