অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর বাগমারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রতন আলী (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বলিদাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রতন নওগাঁর রানীনগর উপজেলার পূর্ব বালুপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম লুৎফর রহমান।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, নিহত রতন একজন দড়ি ব্যবসায়ী। সকালে তিনি নসিমনে চড়ে দড়ি নিয়ে বাগমারার মোহনগঞ্জ হাটে যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস নসিমনটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে গেলে তার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন রতন।
ওসি জানান, লাশ উদ্ধার করে পরিবারেরর কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালককেও। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























