অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
এবার ছাত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়ে জেলে গেলেন এমিলি রফিং (২৭) নামে এক শিক্ষিকা। নেব্রাস্কা সিটি মিডল স্কুলের ইংরাজি পড়ান তিনি। কিন্তু ১৬ বছরের ছাত্রের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়েন এমিলি।
ছাত্রটির ১৬তম জন্মদিনে ওই অন্তরঙ্গ সম্পর্কের ঘটনার সূত্রপাত ঘটে।
কিন্তু গোপন থাকেনি বিষয়টি। জেনে যায় ছাত্রের মা। স্কুল কর্তৃপক্ষকে ইমেল করে সমস্ত অভিযোগ জানায় সে। এর পর তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।পরে আদালতের রায়ে দোষী প্রমাণিত হয় এমিলি। বিচারক নব্বই দিনের জেল দেয় তাকে। তবে ভালো ব্যবহারের জন্য তা কমে ৫৩ দিনও হতে পারে।
আকাশ নিউজ ডেস্ক 

























