ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

দীর্ঘমেয়াদি করদাতা ১৪১ ও কর বাহাদুর ৮৪ পরিবার

অাকাশ জাতীয় ডেস্ক:

করদাতাদের উৎসাহ ও স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে ৩৬ ক্যাটাগরিতে দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)। একইসাথে দীর্ঘ সময় ধরে একই পরিবারের সব সদস্য কর প্রদান করছে, এমন ৮৪ পরিবারকে প্রথমবারের মত ‘কর বাহাদুর’ হিসেবে সম্মানিত করা হয়েছে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ট্যাক্স কার্ড ও সম্মাননাপত্র তুলে দেন। অনুষ্ঠানে কর অঞ্চল গাজীপুর ও নারায়ণগঞ্জ ব্যতীত সকল জেলার সেরা করদাতা ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতাদের ট্যাক্স কার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মাদারীপুর জেলায় কর বাহাদুর হিসেবে নৌপরিবহনমন্ত্রী শাহজান খান ও তার পরিবার এবং ঢাকা জেলার কর বাহাদুর পরিবার হিসেবে সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ ও তার পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

১৪১ দীর্ঘমেয়াদী করদাতার মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন ও কোম্পানি পর্যায়ে ৫৫টি এবং অন্যান্য ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান। ব্যক্তি শ্রেণির ৭৬টির মধ্যে সিনিয়র সিটিজেন ৫, গেজেটেড মুক্তিযোদ্ধা ৫, প্রতিবন্ধী ৩, মহিলা ৫, তরুণ ৫, ব্যবসায়ী ৫, বেতনভোগী ৫, চিকিৎসক ৫, সাংবাদিক ৫, আইনজীবী ৫, প্রকৌশলী ৩, স্থপতি ৩, হিসাববিদ ৩, নতুন করদাতা ৭, খেলোয়াড ৩, অভিনেতা-অভিনেত্রী ৩, শিল্পী ৩ ও অন্যান্য ৩ জন।

কোম্পানি পর্যায়ে ৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংকিং ৬,অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ৪, টেলিকমিউনিকেশন ১, প্রকৌশল ৩, খাদ্য ও আনুষঙ্গিক ৩, জ্বালানি ৩, পাট শিল্প ৩, স্পিনিং ও টেক্সটাইল ৭, ওষুধ ও রসায়ন ৪, প্রিন্ট ও ইলেকট্রনিক ৪, রিয়েল এস্টেট ৩, তৈরি পোশাক ৭, চামড়া শিল্প ৩ এবং অন্যান্য ৪।

অন্যান্য করদাতা পর্যায়ে ১০টি ট্যাক্স কার্ড হল- ফার্ম ৪, ব্যক্তি সংঘ ২ ও অন্যান্য ৪টি। ১০ সিটি করপোরেশনসহ ৬৪ জেলায় দীর্ঘমেয়াদী, সর্বোচ্চ, নারী ও তরুণ ক্যাটাগরিতে মোট ৫১৭ জন সেরা করদাতাকে সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে ট্যাক্স কার্ড ও কর বাহাদুর পরিবার ছাড়াও ১৩ জন সাংবাদিককে ‘এনবিআর সেরা রিপোর্টার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়া ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এবং ‘জনকল্যাণে রাজস্ব’ শিরোনামে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘমেয়াদি করদাতা ১৪১ ও কর বাহাদুর ৮৪ পরিবার

আপডেট সময় ০৮:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

করদাতাদের উৎসাহ ও স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে ৩৬ ক্যাটাগরিতে দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)। একইসাথে দীর্ঘ সময় ধরে একই পরিবারের সব সদস্য কর প্রদান করছে, এমন ৮৪ পরিবারকে প্রথমবারের মত ‘কর বাহাদুর’ হিসেবে সম্মানিত করা হয়েছে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ট্যাক্স কার্ড ও সম্মাননাপত্র তুলে দেন। অনুষ্ঠানে কর অঞ্চল গাজীপুর ও নারায়ণগঞ্জ ব্যতীত সকল জেলার সেরা করদাতা ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতাদের ট্যাক্স কার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মাদারীপুর জেলায় কর বাহাদুর হিসেবে নৌপরিবহনমন্ত্রী শাহজান খান ও তার পরিবার এবং ঢাকা জেলার কর বাহাদুর পরিবার হিসেবে সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ ও তার পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

১৪১ দীর্ঘমেয়াদী করদাতার মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন ও কোম্পানি পর্যায়ে ৫৫টি এবং অন্যান্য ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান। ব্যক্তি শ্রেণির ৭৬টির মধ্যে সিনিয়র সিটিজেন ৫, গেজেটেড মুক্তিযোদ্ধা ৫, প্রতিবন্ধী ৩, মহিলা ৫, তরুণ ৫, ব্যবসায়ী ৫, বেতনভোগী ৫, চিকিৎসক ৫, সাংবাদিক ৫, আইনজীবী ৫, প্রকৌশলী ৩, স্থপতি ৩, হিসাববিদ ৩, নতুন করদাতা ৭, খেলোয়াড ৩, অভিনেতা-অভিনেত্রী ৩, শিল্পী ৩ ও অন্যান্য ৩ জন।

কোম্পানি পর্যায়ে ৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংকিং ৬,অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ৪, টেলিকমিউনিকেশন ১, প্রকৌশল ৩, খাদ্য ও আনুষঙ্গিক ৩, জ্বালানি ৩, পাট শিল্প ৩, স্পিনিং ও টেক্সটাইল ৭, ওষুধ ও রসায়ন ৪, প্রিন্ট ও ইলেকট্রনিক ৪, রিয়েল এস্টেট ৩, তৈরি পোশাক ৭, চামড়া শিল্প ৩ এবং অন্যান্য ৪।

অন্যান্য করদাতা পর্যায়ে ১০টি ট্যাক্স কার্ড হল- ফার্ম ৪, ব্যক্তি সংঘ ২ ও অন্যান্য ৪টি। ১০ সিটি করপোরেশনসহ ৬৪ জেলায় দীর্ঘমেয়াদী, সর্বোচ্চ, নারী ও তরুণ ক্যাটাগরিতে মোট ৫১৭ জন সেরা করদাতাকে সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে ট্যাক্স কার্ড ও কর বাহাদুর পরিবার ছাড়াও ১৩ জন সাংবাদিককে ‘এনবিআর সেরা রিপোর্টার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়া ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এবং ‘জনকল্যাণে রাজস্ব’ শিরোনামে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।