ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরো বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে শঙ্কা আছে, নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম

নতুন দুটি ফিচার ফোন আনছে নকিয়া

অাকাশ আইসিটি ডেস্ক:

চলতি বছরের শুরুর দিকে নকিয়ার বহুল জনপ্রিয় ফিচার ফোন ৩৩১০ এর নতুন সংস্করণ নিয়ে আলোচনায় উঠে আসে ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। আর সেই তালিকায় এবার আরও নতুন দুটি সংস্করণ যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ভারতীয় গনমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১ দশমিক ৮ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে সংবলিত নকিয়া ১০৫ ও ১৩০ মডেলের ২০১৭ সংস্করণের নতুন ফিচার ফোন বাজারে আনছে প্রতিষ্ঠানটি। ফোন দুটিতে এলইডি ফ্ল্যাশলাইট থাকবে। ফোন দুটির টক টাইম হবে ১৫ ঘণ্টা। এতে স্নেক জেনিয়া গেম ও এফএম রেডিও শোনার সুবিধাও থাকবে।

এইচমডি’র দেয়া তথ্যমতে প্রতিবেদনে বলা হয়, সাশ্রয়ী দামের নকিয়া ১০৫ মডেলটি নীল, সাদা ও কালো রঙের হবে। এই ফোনটি এক সিম ও দুই সিমের সুবিধা পাওয়া যাবে। ফোনটিতে ৪ এমবি র‍্যাম ও ৪এমবি স্টোরেজ সুবিধা থাকবে। পাশাপাশি ৭৩ গ্রাম ওজনের এই ফোনটিতে ৮০০ এমএইচ ব্যাটারী থাকবে।

এছাড়াও খুব শিগগিরই লাল, ধূসর ও কালো নকিয়া ১৩০ মডেলটি বাজারে আসবে। এই ফোনটিতে থাকবে ভিজিএ ক্যামেরা, এমপি থ্রি প্লেয়ার। ফোনটিতে ৪ এমবি র‍্যাম ও ৮ এমবি স্টোরেজ ছাড়াও মাইক্রোএসডি কার্ডও লাগানো যাবে। একইসাথে ৩.৫ এমএম জ্যাক ও মাইক্রো ইউএসবি পোর্টও থাকবে এই ফোনটিতে। এছাড়াও ১০২০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারী থাকায় হেডফোন দিয়ে একটানা ৪৪ ঘন্টা এফএম শোনা বা সাড়ে ১১ ঘন্টা ভিডিও দেখা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

নতুন দুটি ফিচার ফোন আনছে নকিয়া

আপডেট সময় ০৪:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭

অাকাশ আইসিটি ডেস্ক:

চলতি বছরের শুরুর দিকে নকিয়ার বহুল জনপ্রিয় ফিচার ফোন ৩৩১০ এর নতুন সংস্করণ নিয়ে আলোচনায় উঠে আসে ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। আর সেই তালিকায় এবার আরও নতুন দুটি সংস্করণ যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ভারতীয় গনমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১ দশমিক ৮ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে সংবলিত নকিয়া ১০৫ ও ১৩০ মডেলের ২০১৭ সংস্করণের নতুন ফিচার ফোন বাজারে আনছে প্রতিষ্ঠানটি। ফোন দুটিতে এলইডি ফ্ল্যাশলাইট থাকবে। ফোন দুটির টক টাইম হবে ১৫ ঘণ্টা। এতে স্নেক জেনিয়া গেম ও এফএম রেডিও শোনার সুবিধাও থাকবে।

এইচমডি’র দেয়া তথ্যমতে প্রতিবেদনে বলা হয়, সাশ্রয়ী দামের নকিয়া ১০৫ মডেলটি নীল, সাদা ও কালো রঙের হবে। এই ফোনটি এক সিম ও দুই সিমের সুবিধা পাওয়া যাবে। ফোনটিতে ৪ এমবি র‍্যাম ও ৪এমবি স্টোরেজ সুবিধা থাকবে। পাশাপাশি ৭৩ গ্রাম ওজনের এই ফোনটিতে ৮০০ এমএইচ ব্যাটারী থাকবে।

এছাড়াও খুব শিগগিরই লাল, ধূসর ও কালো নকিয়া ১৩০ মডেলটি বাজারে আসবে। এই ফোনটিতে থাকবে ভিজিএ ক্যামেরা, এমপি থ্রি প্লেয়ার। ফোনটিতে ৪ এমবি র‍্যাম ও ৮ এমবি স্টোরেজ ছাড়াও মাইক্রোএসডি কার্ডও লাগানো যাবে। একইসাথে ৩.৫ এমএম জ্যাক ও মাইক্রো ইউএসবি পোর্টও থাকবে এই ফোনটিতে। এছাড়াও ১০২০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারী থাকায় হেডফোন দিয়ে একটানা ৪৪ ঘন্টা এফএম শোনা বা সাড়ে ১১ ঘন্টা ভিডিও দেখা যাবে।