ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

ইতালিতে বর্ণবা‌দের হামলার শিকার প্রবাসী কা‌র্ত্তিক চ‌ন্দ্রের পা‌শে দূতাবাস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইতালির রাজধানী রো‌মে বসবাসকারী বাংলা‌দেশী নাগ‌রিক কা‌র্ত্তিক চন্দ্র এবং তার সহকর্মী মিশরীয় নাগ‌রিক কাজ শে‌ষে ঘ‌রে ফেরার সময় গত ২৮ অ‌ক্টোবর রাত ২টার সময় ক‌তিপয় ইতালিয় কি‌শোর কর্তৃক নির্যাত‌নের শিকার হন।

এ সংক্রান্ত এক‌টি খবর স্থানীয় বি‌ভিন্ন পত্রিকায় প্রকাশিত হ‌লে ইতালিস্থ বাংলা‌দেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার গত ৩০ অক্টোবর তাকে দেখ‌তে হাসপাতা‌লে যান। এসময় রাষ্ট্রদূত আহত প্রবাসীর চি‌কিৎসার খোঁজ খবর নেন এবং তা‌কে সব বিষ‌য়ে সহ‌যোগীতার আশ্বাস দেন।

কা‌র্ত্তিক চন্দ্র জানান, ১০১৫ জ‌নের এক‌টি কি‌শোর দল রাস্তা দি‌য়ে যাবার সময় প্রবাসী বাংলাদেশিকে তার অন্য বন্ধুসহ প‌থিম‌ধ্যে বিনা কার‌নে গালাগাল কর‌তে থাক‌লে মিশরীয় বন্ধু গালাগাল বন্ধ কর‌তে বল‌লে কি‌শোর দল ক্ষিপ্ত হ‌য়ে বেদম প্রহার ক‌রে। এসময় মিশরীয় প্রবাসী আত্মরক্ষা করতে পার‌লেও প্রবাসী বাংলা‌দেশী কা‌র্ত্তিক চন্দ্র নির্মম নির্যাত‌নের শিকার হন। কি‌শোর দল তার মাথায় ও হা‌তে প্রচন্ড আঘাত করে তাকে অচেতন অবস্থায় ফে‌লে যায়। খবর পে‌য়ে আইন প্র‌য়োগকারী সংস্থা তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে প্রেরন ক‌রেন। এবং এ ঘটনার স্নগে জড়িত একজনকে গ্রেফতার করে তারা।

এ দিকে এই হামলার নিন্দা জানান ইতালি আওয়ামীলী গের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী,বাংলাদেশ সমিতি ইতালীর ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল,যুগ্ম সম্পাদক এম এ রব মিন্টু,অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির,সাংবাদিক খান রিপন সহ আরো অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

ইতালিতে বর্ণবা‌দের হামলার শিকার প্রবাসী কা‌র্ত্তিক চ‌ন্দ্রের পা‌শে দূতাবাস

আপডেট সময় ১১:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইতালির রাজধানী রো‌মে বসবাসকারী বাংলা‌দেশী নাগ‌রিক কা‌র্ত্তিক চন্দ্র এবং তার সহকর্মী মিশরীয় নাগ‌রিক কাজ শে‌ষে ঘ‌রে ফেরার সময় গত ২৮ অ‌ক্টোবর রাত ২টার সময় ক‌তিপয় ইতালিয় কি‌শোর কর্তৃক নির্যাত‌নের শিকার হন।

এ সংক্রান্ত এক‌টি খবর স্থানীয় বি‌ভিন্ন পত্রিকায় প্রকাশিত হ‌লে ইতালিস্থ বাংলা‌দেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার গত ৩০ অক্টোবর তাকে দেখ‌তে হাসপাতা‌লে যান। এসময় রাষ্ট্রদূত আহত প্রবাসীর চি‌কিৎসার খোঁজ খবর নেন এবং তা‌কে সব বিষ‌য়ে সহ‌যোগীতার আশ্বাস দেন।

কা‌র্ত্তিক চন্দ্র জানান, ১০১৫ জ‌নের এক‌টি কি‌শোর দল রাস্তা দি‌য়ে যাবার সময় প্রবাসী বাংলাদেশিকে তার অন্য বন্ধুসহ প‌থিম‌ধ্যে বিনা কার‌নে গালাগাল কর‌তে থাক‌লে মিশরীয় বন্ধু গালাগাল বন্ধ কর‌তে বল‌লে কি‌শোর দল ক্ষিপ্ত হ‌য়ে বেদম প্রহার ক‌রে। এসময় মিশরীয় প্রবাসী আত্মরক্ষা করতে পার‌লেও প্রবাসী বাংলা‌দেশী কা‌র্ত্তিক চন্দ্র নির্মম নির্যাত‌নের শিকার হন। কি‌শোর দল তার মাথায় ও হা‌তে প্রচন্ড আঘাত করে তাকে অচেতন অবস্থায় ফে‌লে যায়। খবর পে‌য়ে আইন প্র‌য়োগকারী সংস্থা তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে প্রেরন ক‌রেন। এবং এ ঘটনার স্নগে জড়িত একজনকে গ্রেফতার করে তারা।

এ দিকে এই হামলার নিন্দা জানান ইতালি আওয়ামীলী গের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী,বাংলাদেশ সমিতি ইতালীর ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল,যুগ্ম সম্পাদক এম এ রব মিন্টু,অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির,সাংবাদিক খান রিপন সহ আরো অনেকে।