অাকাশ জাতীয় ডেস্ক:
নীলফামারীর কিশোরগঞ্জে শরিতোন বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। জানা গেছে, সংসারের অভাব-অনটনে চিকিৎসা না করাতে পেরেই তিনি এ পথ বেছে নেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরিতোন ওই ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী গ্রামের শারিরিক প্রতিবন্ধী রফিকুল ইসলামের স্ত্রী।
এ প্রসঙ্গে পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন জানান, শরিতোন বেগম দীর্ঘদিন থেকে হাঁপানি ও পেটের ব্যাথায় ভুগছিলেন। স্বামী প্রতিবন্ধী হওয়ায় তারা খুব কষ্ট করে জীবনযাপন করতেন। তাদের একটি মেয়ে সন্তান আছে। বছর দুয়েক আগে তাদের যা সহায় সম্বল ছিল তা বিক্রি করে একমাত্র মেয়ের বিয়েও দিয়েছে। কিন্তু প্রতিবন্ধী স্বামী সঠিকভাবে আয় রোজগার করতে না পারায় শরিতোন মানুষের জমিতে কাজ করে সংসার চালাতেন।
শরিতোন র্দীঘদিন থেকে হাঁপানি ও পেটের ব্যাথায় ভুগলেও অর্থের অভাবে সঠিক চিকিৎসা করতে না পারায় ও গতকাল মঙ্গলবার ওষুধ কিনতে না পেরে রাত ১২ টার দিকে তার নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করে। পরে এলাকাবাসীর মাধ্যমে খবরটি থানায় অবগত করলে রাত দুইটার দিকে পুলিশ এসে শরিতোনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ওসি বজলুর রশিদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























