ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মরণ গেম ব্লু হোয়েলের পর নতুন উদ্বেগ ফর্টি এইট আওয়ার্স চ্যালেঞ্জ

অাকাশ আইসিটি ডেস্ক:

মরণ গেম ‘ব্লু হোয়েলে’ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন এক গেম নিয়ে সতর্ক করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। আলোচনায় আসা এ গেমের পোশাকি নাম ‘ফর্টি এইট আওয়ার্স চ্যালেঞ্জ’। এই গেমে চ্যালেঞ্জ নিয়ে ৪৮ ঘণ্টা পরিবারের ‘চোখের আড়ালে’ থাকলে পয়েন্ট পাবে কিশোর-কিশোরীরা। বাবা-মায়ের উদ্বেগ যত বাড়বে ততই বেশী পয়েন্ট পাবে ‘নিখোঁজ’ সন্তান!

অনলাইনে নতুন এই গেমে যাতে কেউ আসক্ত হয়ে না-পড়ে, সেদিকে সতর্ক নজর রাখার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও চিকিৎসকরা।

‘ফর্টি এইট আওয়ার্স চ্যালেঞ্জ’ গেমটির উৎপত্তি ২০১৫ সালে, ইংল্যান্ডে। এটা খেলে মূলত কিশোর-কিশোরীরা। ইউরোপের বহু দেশেই এই গেমে আসক্তের সংখ্যা যথেষ্ট। এই গেমটির কিউরেটরের উদ্দেশ্য ধাপে ধাপে অপরিণত মনের খেলোয়াড়দের ‘সম্মোহিত’ করা। তারপরেই ৪৮ ঘণ্টা পরিবারের ‘চোখের আড়ালে’ থাকার চ্যালেঞ্জ দেয়া হয়।

চ্যালেঞ্জ গ্রহণকারী ‘নিখোঁজ’ থাকাকালীন তার বাবা-মা অথবা অভিভাবকেরা যতবার সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করবেন, ততই তার পয়েন্ট বাড়বে। সাইবার বিশেষজ্ঞদের কথা, ‘বিদেশে তৈরি এই গেম যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়েই সতর্ক থাকতে বলা হচ্ছে অভিভাবকদের। নেট দুনিয়ায় দেশ-বিদেশ ভাগ করা যায় না। তাই এখন থেকেই সতর্ক হতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মরণ গেম ব্লু হোয়েলের পর নতুন উদ্বেগ ফর্টি এইট আওয়ার্স চ্যালেঞ্জ

আপডেট সময় ১১:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭

অাকাশ আইসিটি ডেস্ক:

মরণ গেম ‘ব্লু হোয়েলে’ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন এক গেম নিয়ে সতর্ক করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। আলোচনায় আসা এ গেমের পোশাকি নাম ‘ফর্টি এইট আওয়ার্স চ্যালেঞ্জ’। এই গেমে চ্যালেঞ্জ নিয়ে ৪৮ ঘণ্টা পরিবারের ‘চোখের আড়ালে’ থাকলে পয়েন্ট পাবে কিশোর-কিশোরীরা। বাবা-মায়ের উদ্বেগ যত বাড়বে ততই বেশী পয়েন্ট পাবে ‘নিখোঁজ’ সন্তান!

অনলাইনে নতুন এই গেমে যাতে কেউ আসক্ত হয়ে না-পড়ে, সেদিকে সতর্ক নজর রাখার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও চিকিৎসকরা।

‘ফর্টি এইট আওয়ার্স চ্যালেঞ্জ’ গেমটির উৎপত্তি ২০১৫ সালে, ইংল্যান্ডে। এটা খেলে মূলত কিশোর-কিশোরীরা। ইউরোপের বহু দেশেই এই গেমে আসক্তের সংখ্যা যথেষ্ট। এই গেমটির কিউরেটরের উদ্দেশ্য ধাপে ধাপে অপরিণত মনের খেলোয়াড়দের ‘সম্মোহিত’ করা। তারপরেই ৪৮ ঘণ্টা পরিবারের ‘চোখের আড়ালে’ থাকার চ্যালেঞ্জ দেয়া হয়।

চ্যালেঞ্জ গ্রহণকারী ‘নিখোঁজ’ থাকাকালীন তার বাবা-মা অথবা অভিভাবকেরা যতবার সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করবেন, ততই তার পয়েন্ট বাড়বে। সাইবার বিশেষজ্ঞদের কথা, ‘বিদেশে তৈরি এই গেম যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়েই সতর্ক থাকতে বলা হচ্ছে অভিভাবকদের। নেট দুনিয়ায় দেশ-বিদেশ ভাগ করা যায় না। তাই এখন থেকেই সতর্ক হতে হবে।’