ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

বিশ্বের সবথেকে SEXIST-JOB এটাই! বেতন শুনলে চোখ কপালে উঠবেই

অাকাশ নিউজ ডেস্ক:

বিশ্বের সবথেকে সেক্সিয়েট জব কনটা বলতে পারেন! হ্যাঁ, বলতে হয়তো পারবেন… কিন্তু আপনার ধারনার সঙ্গে একেবারেই মিলবে না। কারণ, সেক্সিয়েটের মধ্যে একটা যৌনতার গন্ধ লুকিয়ে রয়েছে। স্বভাবতই ভাবনাচিন্তাটা সেদিকেই যাওয়া উচিত। কিন্তু সেটা কখনই মিলবে না।

কারণ, গত কয়েকবছর আগে ‘ডেটা সাইনটিস্ট’দের কাজকে ‘সেক্সিয়েস্ট জব অফ টুয়েন্টিফার্স্ট সেঞ্চুরি’ নাম দেয় হারভার্ড বিজনেস রিভিউ। এখানেই থেমে নেই কিন্তু! সম্প্রতি ২০১৬ সালের ‘বেস্ট জব অফ দ্য ইয়ার’ হিসেবে এই চাকরি নাম দেয় চাকরির ডেটা আদান-প্রদানকারী সংস্থা গ্লাসডোর। তবে ‘সেক্সিয়েস্ট’ বলা হলেও শব্দটি যৌনতা অর্থে নয়, বরং আকর্ষণীয় অর্থেই বলা হয়েছে।

গ্লাসডোর প্রধান অর্থনীতিবিদ অ্যান্ড্রু চেম্বারলিনের মতে, “এটা কোনো অবাক করা কিছু নয়, এটা বর্তমানে আমাদের দেখা সবচেয়ে দ্রুত পরিষরে বাড়তে থাকা একটি চাকরি”। এই সংস্থার মতে, ডেটা সাইনটিস্টদের গড়ে বাৎসরিক বেতন প্রায় ১১৬,৮৪০ ডলার।

গ্লাসডোর করা কর্মীদের বেতন নিয়ে করা রিভিউতে প্রকাশ করা হয়েছে প্রযুক্তি সংস্থাগুলির ডেটা সাইন্টিস্টদের বেতনের অঙ্ক। এক নজরে দেখে নেওয়া যাক তাদের বেতন কেমন

ফেসবুক: ১৩৩,৮৪১ ডলার

অ্যাপল: ১৪৯,৯৬৩ ডলার

এয়ারবিএনবি: ১১৭,২২৯ ডলার

টুইটার: ১৩৪,৮৬১ ডলার

মাইক্রোসফট: ১১৯,১২৯ ডলার

লিঙ্কডইন: ১৩৮,৭৯৮ ডলার

আইবিএম: ১১০,৮২৩ ডলার

আইবিএমের মতে, একজন ডেটা সাইন্টিস্ট ব্যবসায় আমূল পরিবর্তন আনেন। সাধারন ট্রেনিংয়ের সঙ্গে তাদের কম্পিউটারে অ্যাপ্লিকেশন, মডেলিং, পরিসংখ্যান, গণিতে অনেক দক্ষতা থাকে। একজন ভাল ডেটা সাইন্টিস্ট শুধু ব্যবসার সমস্যা বের করেন না বরং তারা সংস্থাগুলির সবচেয়ে সঠিক সমস্যাগুলো বের করেন, যা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি মূল্যবান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

বিশ্বের সবথেকে SEXIST-JOB এটাই! বেতন শুনলে চোখ কপালে উঠবেই

আপডেট সময় ১২:৩২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

বিশ্বের সবথেকে সেক্সিয়েট জব কনটা বলতে পারেন! হ্যাঁ, বলতে হয়তো পারবেন… কিন্তু আপনার ধারনার সঙ্গে একেবারেই মিলবে না। কারণ, সেক্সিয়েটের মধ্যে একটা যৌনতার গন্ধ লুকিয়ে রয়েছে। স্বভাবতই ভাবনাচিন্তাটা সেদিকেই যাওয়া উচিত। কিন্তু সেটা কখনই মিলবে না।

কারণ, গত কয়েকবছর আগে ‘ডেটা সাইনটিস্ট’দের কাজকে ‘সেক্সিয়েস্ট জব অফ টুয়েন্টিফার্স্ট সেঞ্চুরি’ নাম দেয় হারভার্ড বিজনেস রিভিউ। এখানেই থেমে নেই কিন্তু! সম্প্রতি ২০১৬ সালের ‘বেস্ট জব অফ দ্য ইয়ার’ হিসেবে এই চাকরি নাম দেয় চাকরির ডেটা আদান-প্রদানকারী সংস্থা গ্লাসডোর। তবে ‘সেক্সিয়েস্ট’ বলা হলেও শব্দটি যৌনতা অর্থে নয়, বরং আকর্ষণীয় অর্থেই বলা হয়েছে।

গ্লাসডোর প্রধান অর্থনীতিবিদ অ্যান্ড্রু চেম্বারলিনের মতে, “এটা কোনো অবাক করা কিছু নয়, এটা বর্তমানে আমাদের দেখা সবচেয়ে দ্রুত পরিষরে বাড়তে থাকা একটি চাকরি”। এই সংস্থার মতে, ডেটা সাইনটিস্টদের গড়ে বাৎসরিক বেতন প্রায় ১১৬,৮৪০ ডলার।

গ্লাসডোর করা কর্মীদের বেতন নিয়ে করা রিভিউতে প্রকাশ করা হয়েছে প্রযুক্তি সংস্থাগুলির ডেটা সাইন্টিস্টদের বেতনের অঙ্ক। এক নজরে দেখে নেওয়া যাক তাদের বেতন কেমন

ফেসবুক: ১৩৩,৮৪১ ডলার

অ্যাপল: ১৪৯,৯৬৩ ডলার

এয়ারবিএনবি: ১১৭,২২৯ ডলার

টুইটার: ১৩৪,৮৬১ ডলার

মাইক্রোসফট: ১১৯,১২৯ ডলার

লিঙ্কডইন: ১৩৮,৭৯৮ ডলার

আইবিএম: ১১০,৮২৩ ডলার

আইবিএমের মতে, একজন ডেটা সাইন্টিস্ট ব্যবসায় আমূল পরিবর্তন আনেন। সাধারন ট্রেনিংয়ের সঙ্গে তাদের কম্পিউটারে অ্যাপ্লিকেশন, মডেলিং, পরিসংখ্যান, গণিতে অনেক দক্ষতা থাকে। একজন ভাল ডেটা সাইন্টিস্ট শুধু ব্যবসার সমস্যা বের করেন না বরং তারা সংস্থাগুলির সবচেয়ে সঠিক সমস্যাগুলো বের করেন, যা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি মূল্যবান।