আকাশ জাতীয় ডেস্ক :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ।
তিনি বলেন, মেয়েটি টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন। এ ঘটনায় সাভার পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- বাসের চালক মো. আলতাফ (২৫), চালকের সহযোগী মো. সাগর (২৪) এবং মো. রাব্বি (২১)।
ওসি জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি কলেজের ছাত্রী (২৬) ঢাকার রেডিওকলোনি থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী পথে করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। এ সময় চালককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাসটি তল্লাশি করে ওই মেয়েকে পাওয়া যায়।
পরে মেয়েটির অভিযোগের ভিত্তিতে বাসচালক ও তার দুই সহকারীকে আটক করা হয় বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 






















