ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সন্তান জন্মের আধাঘণ্টা পরই বাবার চিরবিদায়

আকাশ জাতীয় ডেস্ক :

ভোলার চরফ্যাশনে সন্তান জন্মের আধাঘণ্টা পরেই মারা গেলেন বাবা। শনিবার দিবাগত রাত ২টার দিকে চরফ্যাশন কাশেমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে চরফ্যাশন কাশেমগঞ্জ এলাকার আব্দুস শহীদ বেপারীর স্ত্রী পুত্রসন্তানের জন্ম দেন। বাবা হন শহীদ বেপারি। পরদিন আত্মীয়স্বজনরা বাড়িতে আসবে, খুশিতে সবাই আনন্দ করবে। কিন্তু সেই আনন্দ যে বিষাদে রূপ নেবে কেউ কল্পনা করেনি। জন্মের পর ছেলেকে ক্ষণিকের জন্য দেখতে পেলেও আজীবনের জন্য বাবার স্নেহ মায়া-মমতা আর ভালবাসা থেকে বঞ্চিত হলো প্রিয় সন্তান।

সন্তান জন্মের পর খুশিতে রাত আড়াইটার দিকে বাবা আব্দুস শহীদ বেপারি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় জসিম উদ্দীন জানান, শিশুর জন্মের ৩০ মিনিট পরই পিতার মৃত্যুর ঘটনা খুবই হুদয়বিদারক।

চরফ্যাশন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভন কুমার বশাক বলেন, শহীদ বেপারিকে হাসপাতাল আনার পরই মারা যান।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, শহীদের মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্তান জন্মের আধাঘণ্টা পরই বাবার চিরবিদায়

আপডেট সময় ০৬:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

ভোলার চরফ্যাশনে সন্তান জন্মের আধাঘণ্টা পরেই মারা গেলেন বাবা। শনিবার দিবাগত রাত ২টার দিকে চরফ্যাশন কাশেমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে চরফ্যাশন কাশেমগঞ্জ এলাকার আব্দুস শহীদ বেপারীর স্ত্রী পুত্রসন্তানের জন্ম দেন। বাবা হন শহীদ বেপারি। পরদিন আত্মীয়স্বজনরা বাড়িতে আসবে, খুশিতে সবাই আনন্দ করবে। কিন্তু সেই আনন্দ যে বিষাদে রূপ নেবে কেউ কল্পনা করেনি। জন্মের পর ছেলেকে ক্ষণিকের জন্য দেখতে পেলেও আজীবনের জন্য বাবার স্নেহ মায়া-মমতা আর ভালবাসা থেকে বঞ্চিত হলো প্রিয় সন্তান।

সন্তান জন্মের পর খুশিতে রাত আড়াইটার দিকে বাবা আব্দুস শহীদ বেপারি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় জসিম উদ্দীন জানান, শিশুর জন্মের ৩০ মিনিট পরই পিতার মৃত্যুর ঘটনা খুবই হুদয়বিদারক।

চরফ্যাশন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভন কুমার বশাক বলেন, শহীদ বেপারিকে হাসপাতাল আনার পরই মারা যান।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, শহীদের মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।