ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

ইমাম হোসাইনের বাণী

আকাশ নিউজ ডেস্ক: 

-আল্লাহর কাছে এমন এক রেজিস্ট্রার রয়েছে, যাতে ছোট-বড় নির্বিশেষে সব গুনাহই লিপিবদ্ধ থাকে।

-আল্লাহ আনুগত্যের প্রতি সদা-সর্বদা সন্তুষ্ট থাকাই উত্তম।

-ধৈর্য ও সহনশীলতা মানব চরিত্রকে সুসজ্জিত করে।

-লোভ এবং অধিক প্রাপ্তির আশা শুধু খারাপই নয় বরং তা মানুষকে ধ্বংস করে।

-বদান্যতা এবং নেককাজ সম্মান ও মর্যাদার উৎকৃষ্টতম মাধ্যম।

-ভালো কাজ নিজেই ব্যক্তিকে প্রশংসার যোগ্য করে তোলে।

– আল্লাহ্ পাক দুনিয়াকে পরীক্ষার জন্য তৈরি করেছেন।

– আল্লাহ কিতাবের ওপর আমল, আদল, ইনসাফ, দিয়ানত এবং আল্লাহ ওপর ভরসা না করা পর্যন্ত কেউই প্রকৃত ইমানদার হতে পারে না।

– সবচেয়ে খারাপ শাসক সেই ব্যক্তি, যে নিজের বিরোধীদের সামনে নতশির ও ভীরু হয়ে থাকে, কিন্তু দুর্বলদের সামনে বাহাদুরির পরাকাষ্ঠা দেখায়।

-যে সম্পদের মাধ্যমে ইজ্জত-আবরু সংরক্ষিত থাকে, সেই সম্পদই উত্তম সম্পদ।

– কাল যদি তোমার মাথাও উড়িয়ে দেয়, তবুও সৃষ্টির প্রতি আকৃষ্ট হবে না।

– অপমান বরদাশত করার চেয়ে মৃত্যুই উত্তম।

– শরীরের জন্য মৃত্যু অনিবার্য হলেও আল্লাহর পথে শহিদ হওয়াই মানুষের জন্য উত্তম।

– যে ব্যক্তি নিজের মতকে অনুমানের পাল্লায় মেপে থাকে, সে সন্দেহ সংশয়ে গ্রেফতার হয়।

সূত্র : তারিখে কবির, আল হোসাইন, কাশফুল গুমতাহ, ইবনে আসাকির, তারিখুল মুলক, ইবনে জারির, তাবারি, রিয়াজুল জান্নাহ এবং ইসরারুল হুকামা

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমাম হোসাইনের বাণী

আপডেট সময় ১০:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

আকাশ নিউজ ডেস্ক: 

-আল্লাহর কাছে এমন এক রেজিস্ট্রার রয়েছে, যাতে ছোট-বড় নির্বিশেষে সব গুনাহই লিপিবদ্ধ থাকে।

-আল্লাহ আনুগত্যের প্রতি সদা-সর্বদা সন্তুষ্ট থাকাই উত্তম।

-ধৈর্য ও সহনশীলতা মানব চরিত্রকে সুসজ্জিত করে।

-লোভ এবং অধিক প্রাপ্তির আশা শুধু খারাপই নয় বরং তা মানুষকে ধ্বংস করে।

-বদান্যতা এবং নেককাজ সম্মান ও মর্যাদার উৎকৃষ্টতম মাধ্যম।

-ভালো কাজ নিজেই ব্যক্তিকে প্রশংসার যোগ্য করে তোলে।

– আল্লাহ্ পাক দুনিয়াকে পরীক্ষার জন্য তৈরি করেছেন।

– আল্লাহ কিতাবের ওপর আমল, আদল, ইনসাফ, দিয়ানত এবং আল্লাহ ওপর ভরসা না করা পর্যন্ত কেউই প্রকৃত ইমানদার হতে পারে না।

– সবচেয়ে খারাপ শাসক সেই ব্যক্তি, যে নিজের বিরোধীদের সামনে নতশির ও ভীরু হয়ে থাকে, কিন্তু দুর্বলদের সামনে বাহাদুরির পরাকাষ্ঠা দেখায়।

-যে সম্পদের মাধ্যমে ইজ্জত-আবরু সংরক্ষিত থাকে, সেই সম্পদই উত্তম সম্পদ।

– কাল যদি তোমার মাথাও উড়িয়ে দেয়, তবুও সৃষ্টির প্রতি আকৃষ্ট হবে না।

– অপমান বরদাশত করার চেয়ে মৃত্যুই উত্তম।

– শরীরের জন্য মৃত্যু অনিবার্য হলেও আল্লাহর পথে শহিদ হওয়াই মানুষের জন্য উত্তম।

– যে ব্যক্তি নিজের মতকে অনুমানের পাল্লায় মেপে থাকে, সে সন্দেহ সংশয়ে গ্রেফতার হয়।

সূত্র : তারিখে কবির, আল হোসাইন, কাশফুল গুমতাহ, ইবনে আসাকির, তারিখুল মুলক, ইবনে জারির, তাবারি, রিয়াজুল জান্নাহ এবং ইসরারুল হুকামা