ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে :অর্থ উপদেষ্টা প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ: ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরানি জনগণই স্বৈরশাসকদের ক্ষমতাচ্যুত করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক

ইমাম হোসাইনের বাণী

আকাশ নিউজ ডেস্ক: 

-আল্লাহর কাছে এমন এক রেজিস্ট্রার রয়েছে, যাতে ছোট-বড় নির্বিশেষে সব গুনাহই লিপিবদ্ধ থাকে।

-আল্লাহ আনুগত্যের প্রতি সদা-সর্বদা সন্তুষ্ট থাকাই উত্তম।

-ধৈর্য ও সহনশীলতা মানব চরিত্রকে সুসজ্জিত করে।

-লোভ এবং অধিক প্রাপ্তির আশা শুধু খারাপই নয় বরং তা মানুষকে ধ্বংস করে।

-বদান্যতা এবং নেককাজ সম্মান ও মর্যাদার উৎকৃষ্টতম মাধ্যম।

-ভালো কাজ নিজেই ব্যক্তিকে প্রশংসার যোগ্য করে তোলে।

– আল্লাহ্ পাক দুনিয়াকে পরীক্ষার জন্য তৈরি করেছেন।

– আল্লাহ কিতাবের ওপর আমল, আদল, ইনসাফ, দিয়ানত এবং আল্লাহ ওপর ভরসা না করা পর্যন্ত কেউই প্রকৃত ইমানদার হতে পারে না।

– সবচেয়ে খারাপ শাসক সেই ব্যক্তি, যে নিজের বিরোধীদের সামনে নতশির ও ভীরু হয়ে থাকে, কিন্তু দুর্বলদের সামনে বাহাদুরির পরাকাষ্ঠা দেখায়।

-যে সম্পদের মাধ্যমে ইজ্জত-আবরু সংরক্ষিত থাকে, সেই সম্পদই উত্তম সম্পদ।

– কাল যদি তোমার মাথাও উড়িয়ে দেয়, তবুও সৃষ্টির প্রতি আকৃষ্ট হবে না।

– অপমান বরদাশত করার চেয়ে মৃত্যুই উত্তম।

– শরীরের জন্য মৃত্যু অনিবার্য হলেও আল্লাহর পথে শহিদ হওয়াই মানুষের জন্য উত্তম।

– যে ব্যক্তি নিজের মতকে অনুমানের পাল্লায় মেপে থাকে, সে সন্দেহ সংশয়ে গ্রেফতার হয়।

সূত্র : তারিখে কবির, আল হোসাইন, কাশফুল গুমতাহ, ইবনে আসাকির, তারিখুল মুলক, ইবনে জারির, তাবারি, রিয়াজুল জান্নাহ এবং ইসরারুল হুকামা

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

ইমাম হোসাইনের বাণী

আপডেট সময় ১০:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

আকাশ নিউজ ডেস্ক: 

-আল্লাহর কাছে এমন এক রেজিস্ট্রার রয়েছে, যাতে ছোট-বড় নির্বিশেষে সব গুনাহই লিপিবদ্ধ থাকে।

-আল্লাহ আনুগত্যের প্রতি সদা-সর্বদা সন্তুষ্ট থাকাই উত্তম।

-ধৈর্য ও সহনশীলতা মানব চরিত্রকে সুসজ্জিত করে।

-লোভ এবং অধিক প্রাপ্তির আশা শুধু খারাপই নয় বরং তা মানুষকে ধ্বংস করে।

-বদান্যতা এবং নেককাজ সম্মান ও মর্যাদার উৎকৃষ্টতম মাধ্যম।

-ভালো কাজ নিজেই ব্যক্তিকে প্রশংসার যোগ্য করে তোলে।

– আল্লাহ্ পাক দুনিয়াকে পরীক্ষার জন্য তৈরি করেছেন।

– আল্লাহ কিতাবের ওপর আমল, আদল, ইনসাফ, দিয়ানত এবং আল্লাহ ওপর ভরসা না করা পর্যন্ত কেউই প্রকৃত ইমানদার হতে পারে না।

– সবচেয়ে খারাপ শাসক সেই ব্যক্তি, যে নিজের বিরোধীদের সামনে নতশির ও ভীরু হয়ে থাকে, কিন্তু দুর্বলদের সামনে বাহাদুরির পরাকাষ্ঠা দেখায়।

-যে সম্পদের মাধ্যমে ইজ্জত-আবরু সংরক্ষিত থাকে, সেই সম্পদই উত্তম সম্পদ।

– কাল যদি তোমার মাথাও উড়িয়ে দেয়, তবুও সৃষ্টির প্রতি আকৃষ্ট হবে না।

– অপমান বরদাশত করার চেয়ে মৃত্যুই উত্তম।

– শরীরের জন্য মৃত্যু অনিবার্য হলেও আল্লাহর পথে শহিদ হওয়াই মানুষের জন্য উত্তম।

– যে ব্যক্তি নিজের মতকে অনুমানের পাল্লায় মেপে থাকে, সে সন্দেহ সংশয়ে গ্রেফতার হয়।

সূত্র : তারিখে কবির, আল হোসাইন, কাশফুল গুমতাহ, ইবনে আসাকির, তারিখুল মুলক, ইবনে জারির, তাবারি, রিয়াজুল জান্নাহ এবং ইসরারুল হুকামা