ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

‘দু-একটি ম্যাচ খারাপ হলেই কি আমরা দল হিসেবে খারাপ?’

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী দল অনেকদিন ধরেই। কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে তামিম ইকবালের দল।

কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে গেছে টাইগাররা।

আগে ব্যাট করে স্বাগতিকদের সামনে ৩০৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে। তবে এক ম্যাচ হেরেই বাংলাদেশ দল খারাপ হয়ে যায়নি বলে বিশ্বাস পেসার এবাদত হোসেনের।

শনিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ওয়ানডেতে দল হিসেবে আমরা খুবই ভালো। দু-একটি ম্যাচ খারাপ হলেই কি আমরা দল হিসেবে খারাপ? আমরা দল হিসেবে ভালো। আমরা বাকি দুই ম্যাচ জিতলে সিরিজ তো আমাদেরই। ’

হঠাৎই জিম্বাবুয়ে সফরে ডাক পেয়েছেন পেসার এবাদত হোসেন ও ব্যাটার নাঈম শেখ। শনিবার রাতেই উড়াল দেবেন তারা। বাংলা টাইগার্সের হয়ে খেলার ব্যস্ততার ফাঁকেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। এখনও ওয়ানডে অভিষেক না হলেও ভালো করতে তৈরি এবাদত।

তিনি বলেছেন, ‘আমি বাংলা টাইগার্সের হয়ে এইচপির বিপক্ষে খেলার জন্য খুলনায় ছিলাম। ওখানে সাদা বলের জন্য গিয়েছিলাম। তাই সাদা বলের অনুশীলনটাই করে এসেছি। গতকাল রাতে কল আসে- জাতীয় দলে যোগ দিতে হবে। শুনে খুব খুশি হয়েছি। ’

‘প্রথমে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, মাঝখানে যাচ্ছি। একটু অবাক করার মতো। ইনশাআল্লাহ দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব। আমি অনুশীলনের মধ্যে আছি। অনুশীলনের মধ্যে না থাকলে মানসিকভাবে পিছিয়ে থাকতাম। তাই আত্মবিশ্বাস ভালো আছে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

‘দু-একটি ম্যাচ খারাপ হলেই কি আমরা দল হিসেবে খারাপ?’

আপডেট সময় ০৮:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী দল অনেকদিন ধরেই। কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে তামিম ইকবালের দল।

কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে গেছে টাইগাররা।

আগে ব্যাট করে স্বাগতিকদের সামনে ৩০৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে। তবে এক ম্যাচ হেরেই বাংলাদেশ দল খারাপ হয়ে যায়নি বলে বিশ্বাস পেসার এবাদত হোসেনের।

শনিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ওয়ানডেতে দল হিসেবে আমরা খুবই ভালো। দু-একটি ম্যাচ খারাপ হলেই কি আমরা দল হিসেবে খারাপ? আমরা দল হিসেবে ভালো। আমরা বাকি দুই ম্যাচ জিতলে সিরিজ তো আমাদেরই। ’

হঠাৎই জিম্বাবুয়ে সফরে ডাক পেয়েছেন পেসার এবাদত হোসেন ও ব্যাটার নাঈম শেখ। শনিবার রাতেই উড়াল দেবেন তারা। বাংলা টাইগার্সের হয়ে খেলার ব্যস্ততার ফাঁকেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। এখনও ওয়ানডে অভিষেক না হলেও ভালো করতে তৈরি এবাদত।

তিনি বলেছেন, ‘আমি বাংলা টাইগার্সের হয়ে এইচপির বিপক্ষে খেলার জন্য খুলনায় ছিলাম। ওখানে সাদা বলের জন্য গিয়েছিলাম। তাই সাদা বলের অনুশীলনটাই করে এসেছি। গতকাল রাতে কল আসে- জাতীয় দলে যোগ দিতে হবে। শুনে খুব খুশি হয়েছি। ’

‘প্রথমে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, মাঝখানে যাচ্ছি। একটু অবাক করার মতো। ইনশাআল্লাহ দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব। আমি অনুশীলনের মধ্যে আছি। অনুশীলনের মধ্যে না থাকলে মানসিকভাবে পিছিয়ে থাকতাম। তাই আত্মবিশ্বাস ভালো আছে। ’