ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

ইতিহাস কি বদলাতে পারবে টাইগাররা!

আকাশ স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা সফররত বাংলাদেশের চূড়ান্ত লড়াই শুরু হচ্ছে আগামীকাল বৃহষ্পতিবার। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি পচেফস্ট্রুমে এদিন দুপুর ২টায় শুরু হবে। অতীত ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো কোনো টেস্ট জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। তাই এবার টেস্ট জিততে পারলে বাংলাদেশের জন্য রচিত হবে নতুন ইতিহাস।
অতীত পরিসংখ্যান অনুযায়ী দিক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার ৮টিতেই জিতেছে প্রোটিয়ারা। আর বাংলাদেশের মাটিতে ২০১৫ সালে শেষ দুটি টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়েছিল। দক্ষিণ আফ্রিকায বাংলাদেশ সবশেষ সফর করেছে ২০০৮ সালে। সেবার দুই ম্যাচ টেস্ট সিরিজে টাইগাররা হেরে যায় ২-০ ব্যবধানে। তবে লঙ্গার ভার্সনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য খারাপ নয়। গত এক বছরে বাংলাদেশ হোম সিরিজে একটি করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছে। আর শ্রীলঙ্কাকে এক ম্যাচ হারিয়ে এসেছে তাদের ঘরের মাটিতে।
তাই প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ জয়টা এখন আর অসম্ভব কিছু নয়। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচেও সেই প্রমাণ কিছুটা হলেও রেখেছে মুশফিক বাহিনী। যদিও তিনদিনের ওই ম্যাচ শেষ হয়েছে ড্র’তেই। প্রস্তুতি ম্যাচ শেষে টাইগার দলপতি মুশফিক ভাল খেলার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘শেষ কয়েক বছর সত্যি বাংলাদেশ ভাল খেলছে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে নিজেদের এই সামর্থ্যটা ধরে রাখা। দেশের মাটিতে যখন সবসময় আমরা আত্মবিশ্বাসী। তবে এই সফরটা আমাদের জন্য সহজ হবে না। তবুও এটাই আমাদের পরবর্তী ধাপ। আমরা আফ্রিকাতেও ভাল খেলতে চাই। নিজেদের প্রমাণে এটা বড় এক সুযোগ।’
ছেড়ে কথা বলতে নারাজ দক্ষিণ আফ্রিকাও। ম্যাচকে সামনে রেখে দলটির তরুণ প্রতিভাবান পেসার কাগিসো রাবাদা সংবাদ সম্মেলনে বলেন, ‘দলের সবাই আত্মবিশ্বাসী এবং জয়ের লক্ষ্যেই মাঠে নামতে চায়। একটা লম্বা বিরতির পর আমরা আবার ভাল ক্রিকেট খেলতে চাই। আমরা দ্রুতই সঠিক লক্ষ্যপানে পৌঁছতে চাই, এটাই আমাদের চ্যালেঞ্জ।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

ইতিহাস কি বদলাতে পারবে টাইগাররা!

আপডেট সময় ১২:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
আকাশ স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা সফররত বাংলাদেশের চূড়ান্ত লড়াই শুরু হচ্ছে আগামীকাল বৃহষ্পতিবার। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি পচেফস্ট্রুমে এদিন দুপুর ২টায় শুরু হবে। অতীত ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো কোনো টেস্ট জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। তাই এবার টেস্ট জিততে পারলে বাংলাদেশের জন্য রচিত হবে নতুন ইতিহাস।
অতীত পরিসংখ্যান অনুযায়ী দিক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার ৮টিতেই জিতেছে প্রোটিয়ারা। আর বাংলাদেশের মাটিতে ২০১৫ সালে শেষ দুটি টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়েছিল। দক্ষিণ আফ্রিকায বাংলাদেশ সবশেষ সফর করেছে ২০০৮ সালে। সেবার দুই ম্যাচ টেস্ট সিরিজে টাইগাররা হেরে যায় ২-০ ব্যবধানে। তবে লঙ্গার ভার্সনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য খারাপ নয়। গত এক বছরে বাংলাদেশ হোম সিরিজে একটি করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছে। আর শ্রীলঙ্কাকে এক ম্যাচ হারিয়ে এসেছে তাদের ঘরের মাটিতে।
তাই প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ জয়টা এখন আর অসম্ভব কিছু নয়। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচেও সেই প্রমাণ কিছুটা হলেও রেখেছে মুশফিক বাহিনী। যদিও তিনদিনের ওই ম্যাচ শেষ হয়েছে ড্র’তেই। প্রস্তুতি ম্যাচ শেষে টাইগার দলপতি মুশফিক ভাল খেলার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘শেষ কয়েক বছর সত্যি বাংলাদেশ ভাল খেলছে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে নিজেদের এই সামর্থ্যটা ধরে রাখা। দেশের মাটিতে যখন সবসময় আমরা আত্মবিশ্বাসী। তবে এই সফরটা আমাদের জন্য সহজ হবে না। তবুও এটাই আমাদের পরবর্তী ধাপ। আমরা আফ্রিকাতেও ভাল খেলতে চাই। নিজেদের প্রমাণে এটা বড় এক সুযোগ।’
ছেড়ে কথা বলতে নারাজ দক্ষিণ আফ্রিকাও। ম্যাচকে সামনে রেখে দলটির তরুণ প্রতিভাবান পেসার কাগিসো রাবাদা সংবাদ সম্মেলনে বলেন, ‘দলের সবাই আত্মবিশ্বাসী এবং জয়ের লক্ষ্যেই মাঠে নামতে চায়। একটা লম্বা বিরতির পর আমরা আবার ভাল ক্রিকেট খেলতে চাই। আমরা দ্রুতই সঠিক লক্ষ্যপানে পৌঁছতে চাই, এটাই আমাদের চ্যালেঞ্জ।’