আকাশ স্পোর্টস ডেস্ক:
লাল ও সাদা বলের ক্রিকেটে ২৪ খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের মে মাস থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সব ফরম্যাট (ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি) খেলবেন এমন ক্রিকেটারের সংখ্যা পাঁচজন। সেখানে নেই টাইগারদের অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান।
বিসিবির নতুন চুক্তিতে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে রয়েছে মোস্তাফিজ, থাকছেন না ১৪ জনের টেস্ট তালিকায়। তাতেই প্রশ্ন উঠেছিল, টেস্টে চুক্তির তালিকায় মোস্তাফিজের নাম না থাকা নিয়ে। তাহলে কি গত বছরের ফর্মহীনতার প্রভাব পড়েছে চুক্তিতে? আসলে ফর্ম ইস্যু নয়, মোস্তাফিজই চাচ্ছেন না লাল বলের ক্রিকেটে খেলতে। বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
আজ গণমাধ্যমকে তিনি বলেন, ‘মুস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। ও এখন টেস্টে খেলার জন্য আগ্রহী না। মুস্তাফিজ আমাদেরকে জানিয়েছে, যতদিন এই কোয়ারেন্টাইন বা জৈব সুরক্ষা বলয় আছে টেস্টে ওর মনোযোগ দেওয়া ডিফিকাল্ট (কঠিন) বিধায় ও এখন টেস্ট খেলতে চাচ্ছে না।’
গত বছর খারাপ ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছিল মোস্তাফিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে চলতি বছরের ফেব্রুয়ারীতে সর্বশেষ সাদা পোশাকে টাইগারদের হয়ে খেলেছিলেন। তবে আপাতত তার টেস্ট না খেলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিসিবি। আকরাম খান বলেন, ‘এটা আমরাও খুব ইতিবাচকভাবে নিয়েছি। যেহেতু সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়ার টি-টোয়েন্টি আর ওয়ানডেতে আমাদের জন্য তো আলাপ-আলোচনা করেই আমরা এটা করেছি।’
আকাশ নিউজ ডেস্ক 

























