ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

ভারতকে ইনিংস ব্যবধানে হারালো ইংল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার ব্যাটে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জেগেছিল ভারতের। কিন্তু ইংলিশ পেসার ওলে রবিনসনের বোলিং তোপে শেষ ৬৩ রানেই ৮ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারে কোহলিবাহিনী।

শনিবার হেডিংলি টেস্টে ইনিংস ও ৭৬ রানে জিতেছে ইংল্যান্ড। এই জয়ে সিরিজে ১-১ সমতা টানলো স্বাগতিকরা।

চতুর্থ দিন সকালে ভারতের দ্বিতীয় ইনিংস ২৭৮ রানে থামে। ইংলিশ পেসার ওলে রবিনসন দ্বিতীয় নতুন বলের দারুণ ব্যবহার করেন। ৬৫ রানে তুলে নেন ৫ উইকেট।

এর আগে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২১৫ রান তুলে ফেলেছিল ভারত। কিন্তু পরদিন অর্থাৎ আজ সকালেই আগেরদিনের অপরাজিত দুই ব্যাটসম্যানকে বিদায় করেন।

চেতেশ্বর পূজারা ছুটছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ব্যক্তিগত ৯১ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এরপর আগে একবার ‘জীবন পাওয়া’ কোহলি ৫৫ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।

মূলত কোহলির বিদায়ের পর ভারতীয় ব্যাটিং লাইনআপ ধ্বসে পড়তে শুরু করে। সফরকারীরা শেষ ৮ উইকেট হারায় ৬৮ রানে, এর মধ্যে ২ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। খেলাও শেষ হয়ে যায় মধ্যাহ্ন বিরতির ঠিক ১৫ মিনিট আগে।

এই ম্যাচ জেতায় একটি নতুন রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। ইংলিশ টেস্ট দল তার নেতৃত্বে এই নিয়ে ২৭টি ম্যাচ জিতলো।

আগামী বৃহস্পতিবার ওভালে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে। এরপর ১০ সেপ্টেম্বর থেকে ওল্ড ট্রাফোর্ডে গড়াবে পঞ্চম ও শেষ টেস্ট।

এর আগে ট্রেন্ট ব্রিজে সিরিজের প্রথম টেস্ট বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর লর্ডসে দ্বিতীয় টেস্টের শেষ দিনে হেরে বসে ইংল্যান্ড। কিন্তু তৃতীয় টেস্টে ভারতকে প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অলআউট করে দেয় স্বাগতিকরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৪৩২ রানের পাহাড় গড়ে তারা, যা ৮ টেস্টে তাদের প্রথম জয়ের ভিত গড়ে দেয়।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৭৮ (অ্যান্ডারসন ৩/৬) এবং ২৭৮ (পূজারা ৯১, কোহলি ৫৫, রবিনসন ৫/৬৫)

ইংল্যান্ড: প্রথম ইনিংস ৪৩২ (রুট ১২১)

ফলাফল: ইংল্যান্ড ইনিংস ও ৭৬ রানে জয়ী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতকে ইনিংস ব্যবধানে হারালো ইংল্যান্ড

আপডেট সময় ০৮:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার ব্যাটে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জেগেছিল ভারতের। কিন্তু ইংলিশ পেসার ওলে রবিনসনের বোলিং তোপে শেষ ৬৩ রানেই ৮ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারে কোহলিবাহিনী।

শনিবার হেডিংলি টেস্টে ইনিংস ও ৭৬ রানে জিতেছে ইংল্যান্ড। এই জয়ে সিরিজে ১-১ সমতা টানলো স্বাগতিকরা।

চতুর্থ দিন সকালে ভারতের দ্বিতীয় ইনিংস ২৭৮ রানে থামে। ইংলিশ পেসার ওলে রবিনসন দ্বিতীয় নতুন বলের দারুণ ব্যবহার করেন। ৬৫ রানে তুলে নেন ৫ উইকেট।

এর আগে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২১৫ রান তুলে ফেলেছিল ভারত। কিন্তু পরদিন অর্থাৎ আজ সকালেই আগেরদিনের অপরাজিত দুই ব্যাটসম্যানকে বিদায় করেন।

চেতেশ্বর পূজারা ছুটছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ব্যক্তিগত ৯১ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এরপর আগে একবার ‘জীবন পাওয়া’ কোহলি ৫৫ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।

মূলত কোহলির বিদায়ের পর ভারতীয় ব্যাটিং লাইনআপ ধ্বসে পড়তে শুরু করে। সফরকারীরা শেষ ৮ উইকেট হারায় ৬৮ রানে, এর মধ্যে ২ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। খেলাও শেষ হয়ে যায় মধ্যাহ্ন বিরতির ঠিক ১৫ মিনিট আগে।

এই ম্যাচ জেতায় একটি নতুন রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। ইংলিশ টেস্ট দল তার নেতৃত্বে এই নিয়ে ২৭টি ম্যাচ জিতলো।

আগামী বৃহস্পতিবার ওভালে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে। এরপর ১০ সেপ্টেম্বর থেকে ওল্ড ট্রাফোর্ডে গড়াবে পঞ্চম ও শেষ টেস্ট।

এর আগে ট্রেন্ট ব্রিজে সিরিজের প্রথম টেস্ট বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর লর্ডসে দ্বিতীয় টেস্টের শেষ দিনে হেরে বসে ইংল্যান্ড। কিন্তু তৃতীয় টেস্টে ভারতকে প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অলআউট করে দেয় স্বাগতিকরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৪৩২ রানের পাহাড় গড়ে তারা, যা ৮ টেস্টে তাদের প্রথম জয়ের ভিত গড়ে দেয়।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৭৮ (অ্যান্ডারসন ৩/৬) এবং ২৭৮ (পূজারা ৯১, কোহলি ৫৫, রবিনসন ৫/৬৫)

ইংল্যান্ড: প্রথম ইনিংস ৪৩২ (রুট ১২১)

ফলাফল: ইংল্যান্ড ইনিংস ও ৭৬ রানে জয়ী।