ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জুলফিকার হয়দার সোহেল (৪০) নামের ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নতুন শাহজীরহাট এলাকার সোবহান মুন্সির বাড়ির আলী আহমদের ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। আটককৃত জুলফিকার হায়দার সোহেল কবিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের আব্দুর হালিমের ছেলে। তিনি কবিরহাট প্রাইভেট হাসপাতালের ম্যানেজার।

পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে জুলেখা বেগম নামের এক গৃহবধূর নবজাতককে (ছেলে) চুরি করে যায় এক নারী। পরে হাসপাতালের বিভিন্ন স্থানে খুঁজে তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও থানায় জানানো হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই নবজাতকের বড় ভাই বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ হাসপাতালের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে নবজাতককে উদ্ধারে অভিযানে নামে। অভিযানকালে শুক্রবার রাতে কবিরহাট উপজেলার নতুন শাহজিরহাট এলাকায় অভিযান চালিয়ে নবজাতকটি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, হাসপাতাল থেকে চুরি হওয়ার পর জুলফিকার হায়দার সোহেলের মাধ্যমে ওই নবজাতককে বিক্রি করে দেওয়া হয়। ঘটনায় জড়িত জুলফিকার হায়দার সোহেলকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

আপডেট সময় ১২:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:  

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জুলফিকার হয়দার সোহেল (৪০) নামের ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নতুন শাহজীরহাট এলাকার সোবহান মুন্সির বাড়ির আলী আহমদের ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। আটককৃত জুলফিকার হায়দার সোহেল কবিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের আব্দুর হালিমের ছেলে। তিনি কবিরহাট প্রাইভেট হাসপাতালের ম্যানেজার।

পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে জুলেখা বেগম নামের এক গৃহবধূর নবজাতককে (ছেলে) চুরি করে যায় এক নারী। পরে হাসপাতালের বিভিন্ন স্থানে খুঁজে তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও থানায় জানানো হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই নবজাতকের বড় ভাই বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ হাসপাতালের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে নবজাতককে উদ্ধারে অভিযানে নামে। অভিযানকালে শুক্রবার রাতে কবিরহাট উপজেলার নতুন শাহজিরহাট এলাকায় অভিযান চালিয়ে নবজাতকটি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, হাসপাতাল থেকে চুরি হওয়ার পর জুলফিকার হায়দার সোহেলের মাধ্যমে ওই নবজাতককে বিক্রি করে দেওয়া হয়। ঘটনায় জড়িত জুলফিকার হায়দার সোহেলকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।