আকাশ জাতীয় ডেস্ক:
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জুলফিকার হয়দার সোহেল (৪০) নামের ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নতুন শাহজীরহাট এলাকার সোবহান মুন্সির বাড়ির আলী আহমদের ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। আটককৃত জুলফিকার হায়দার সোহেল কবিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের আব্দুর হালিমের ছেলে। তিনি কবিরহাট প্রাইভেট হাসপাতালের ম্যানেজার।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে জুলেখা বেগম নামের এক গৃহবধূর নবজাতককে (ছেলে) চুরি করে যায় এক নারী। পরে হাসপাতালের বিভিন্ন স্থানে খুঁজে তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও থানায় জানানো হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই নবজাতকের বড় ভাই বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ হাসপাতালের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে নবজাতককে উদ্ধারে অভিযানে নামে। অভিযানকালে শুক্রবার রাতে কবিরহাট উপজেলার নতুন শাহজিরহাট এলাকায় অভিযান চালিয়ে নবজাতকটি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, হাসপাতাল থেকে চুরি হওয়ার পর জুলফিকার হায়দার সোহেলের মাধ্যমে ওই নবজাতককে বিক্রি করে দেওয়া হয়। ঘটনায় জড়িত জুলফিকার হায়দার সোহেলকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























