আকাশ জাতীয় ডেস্ক:
রাজবাড়ী সদর হাসপাতালে একসঙ্গে চারটি সন্তানের জন্ম দিয়েছেন সুমাইয়া আক্তার নামে এক গৃহবধূ। তার মধ্যে দুইটি ছেলে ও দুইটি মেয়ে শিশু ছিল। কিন্তু জন্মের ২০ মিনিটের মধ্যে চার নবাজাতকই মারা গেছে।
রাজবাড়ী সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে জন্ম নেওয়া শিশুগুলো মারা যায়।
নবজাতক চারটির মায়ের নাম সুমাইয়া আক্তার। তিনি রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর এলাকার মো. রানা হোসাইনের স্ত্রী।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়ার সেবিকা মালেকা বেগম জানান, প্রসব বেদনা নিয়ে শুক্রবার রাজবাড়ী সদর হাসপাতালে আসেন সুমাইয়া আক্তার। এরপর স্বাভাবিকভাবে তার সন্তান প্রসব হয়। তাদের মধ্যে দুটি ছেলে শিশু ও দুটি মেয়ে শিশু। জন্মের ২০ মিনিটের ব্যবধানে চার নবজাতকেই মারা যায়।
রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক তাইরান মাহমুদ জানান, ওই নারীর সন্তানদের গর্ভে বয়স হয়েছিল মাত্র ৬ মাস। পরিপূর্ণ বয়স না হওয়ার কারণে প্রসবের ৫ মিনিটের মধ্যে দুটি সন্তান মারা যায়। পরে বাকি দুটি সন্তানও মারা যায়।
গৃহবধূ সুমাইয়া আক্তার এখন সুস্থ আছেন। রাজবাড়ী সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ৬ নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























