ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে লকডাউনে যাত্রী পরিবহন!

আকাশ জাতীয় ডেস্ক:

গোটাদেশ কঠোর বিধিনিষেধের আওতায়। করোনার সংক্রমণ ঠেকাতে জনগণকে অযথা ঘোরাঘুরি বন্ধ করতে দিনরাত কাজ করে যাচ্ছে প্রশাসন ও বিভিন্ন সংগঠন। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহণ।

এ সুযোগে পাবনার ভাঙ্গুরায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ঢাকায় লোক পরিবহনের প্রচারণা চালাচ্ছেন বেশ কিছু মাইক্রোবাস, প্রাইভেটকার মালিক ও চালকরা।

উপজেলাকেন্দ্রিক বিভিন্ন ফেসবুক গ্রুপে আব্দুল মালেক নামে একজন তার গাড়ির ছবিসহ লিখেছেন- ‘আগামীকাল থেকে নিয়মিতভাবে ভাঙ্গুরা হইতে ঢাকা হাইস ও নোহা গাড়ি চলাচল করবে। যদি কেউ ভাঙ্গুরা থেকে ঢাকা বা ঢাকা থেকে ভাঙ্গুরা আসতে চান তাহলে যোগাযোগ করুন (মালেক) ভাঙ্গুরা বাসস্ট্যান্ড ভাঙ্গুরা পাবনা।’

পোস্টে থাকা নম্বরে ফোন করলে আব্দুল মালেক জানান, ঢাকায় জনপ্রতি ভাড়া দেড় হাজার টাকা আর ঢাকা থেকে ফিরতে জনপ্রতি ভাড়া ১ হাজার ২শ টাকা। সাধারণত প্রতি হাইয়েস গাড়িতে ১০ থেকে ১২ জন যাত্রী পরিবহন করা হয়।

লকডাউনে বিধিনিষেধে চলাচলে সমস্যা হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, যাত্রীদের এ বিষয় নিয়ে কোনো চিন্তা নেই। রাস্তার সব সমস্যা ড্রাইভার সামলে নেবে। ঢাকায় চলাচলের জন্য একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছেন বলেও তিনি জানান। এছাড়া প্রাইভেটকারে ১০ হাজার টাকা রিজার্ভে ৩ থেকে ৪ জন যাত্রী পরিবহন করা হচ্ছে।

যাত্রী পরিবহনের এ ব্যবস্থার কোনো আইনগত বৈধতা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে ভাঙ্গুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, চলমান বিধিনিষেধে যাত্রী পরিবহনের কোনো সুযোগ নেই। বিষয়টি সম্পর্কে ভাঙ্গুরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে লকডাউনে যাত্রী পরিবহন!

আপডেট সময় ১১:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

গোটাদেশ কঠোর বিধিনিষেধের আওতায়। করোনার সংক্রমণ ঠেকাতে জনগণকে অযথা ঘোরাঘুরি বন্ধ করতে দিনরাত কাজ করে যাচ্ছে প্রশাসন ও বিভিন্ন সংগঠন। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহণ।

এ সুযোগে পাবনার ভাঙ্গুরায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ঢাকায় লোক পরিবহনের প্রচারণা চালাচ্ছেন বেশ কিছু মাইক্রোবাস, প্রাইভেটকার মালিক ও চালকরা।

উপজেলাকেন্দ্রিক বিভিন্ন ফেসবুক গ্রুপে আব্দুল মালেক নামে একজন তার গাড়ির ছবিসহ লিখেছেন- ‘আগামীকাল থেকে নিয়মিতভাবে ভাঙ্গুরা হইতে ঢাকা হাইস ও নোহা গাড়ি চলাচল করবে। যদি কেউ ভাঙ্গুরা থেকে ঢাকা বা ঢাকা থেকে ভাঙ্গুরা আসতে চান তাহলে যোগাযোগ করুন (মালেক) ভাঙ্গুরা বাসস্ট্যান্ড ভাঙ্গুরা পাবনা।’

পোস্টে থাকা নম্বরে ফোন করলে আব্দুল মালেক জানান, ঢাকায় জনপ্রতি ভাড়া দেড় হাজার টাকা আর ঢাকা থেকে ফিরতে জনপ্রতি ভাড়া ১ হাজার ২শ টাকা। সাধারণত প্রতি হাইয়েস গাড়িতে ১০ থেকে ১২ জন যাত্রী পরিবহন করা হয়।

লকডাউনে বিধিনিষেধে চলাচলে সমস্যা হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, যাত্রীদের এ বিষয় নিয়ে কোনো চিন্তা নেই। রাস্তার সব সমস্যা ড্রাইভার সামলে নেবে। ঢাকায় চলাচলের জন্য একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছেন বলেও তিনি জানান। এছাড়া প্রাইভেটকারে ১০ হাজার টাকা রিজার্ভে ৩ থেকে ৪ জন যাত্রী পরিবহন করা হচ্ছে।

যাত্রী পরিবহনের এ ব্যবস্থার কোনো আইনগত বৈধতা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে ভাঙ্গুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, চলমান বিধিনিষেধে যাত্রী পরিবহনের কোনো সুযোগ নেই। বিষয়টি সম্পর্কে ভাঙ্গুরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।