অাকাশ আইসিটি ডেস্ক:
এইচপি স্প্রোকেট নামে নতুন একটি পোর্টেবল প্রিন্টার বাজারে আসছে। প্রিন্টারটি এতই ছোট যে হাতের মুঠোয় রাখা যাবে। স্মার্টফোনের সব ছবিই এটি দিয়ে প্রিন্ট করা যাবে। ডিভাইসটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। মূল্য ৮ হাজার ৯৯৯ রুপি।
ফোনের সাহায্যে এই প্রিন্টার দিয়ে ছবি প্রিন্ট করার জন্য এইচপির একটি অ্যাপ রয়েছে। স্প্রোকেট নামের এই অ্যাপ দিয়েই প্রিন্টারটি নিয়ন্ত্রণ করা যাবে। এটি ব্লুটুথের সাহায্যে প্রিন্টারটির সঙ্গে সংযুক্ত হবে। প্রিন্টারটি দিয়ে ২x৩ ইঞ্চি আকারের ছবি তোলা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























