অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীতে ট্রেনে নারী যাত্রীকে উত্যক্তের অপরাধে দুই বখাটের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে তাদের ১৯ দিনের কারাদণ্ড দিয়ে রাজশাহী কারাগারে প্রেরণ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর বোয়ালিয়া থানার খড়বনা এলাকার মাসুদের ছেলে হাসিম ইকবাল (২১) ও রাজশাহীর চারঘাট উপজেলার বাসিন্দা মমিনুল ইসলাম (২৬)।
রেল পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহী আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনে এক নারী রাজশাহীতে বাড়ি আসছিল। ট্রেনের ঙ বগির ২৪ নম্বর সিটে বসে ছিলেন তিনি। ট্রেনিটির ১৬ থেকে ১৮ নম্বর সিটে বসে ছিল পাঁচ জন ছেলে। এরমধ্যে ২ জন ছেলে নাটোরের আব্দুলপুর ও একজন পাবনার ঈশ্বরদী স্টেশনে নেমে যায়। আর বাকি থাকেন দুই বখাটে হাসিম ও মমিনুল। তারা সেই নারী যাত্রীকে নানাভাবে উত্যক্ত করে।
সবকিছু নিরবে মেনে নিয়ে কৌশলে মুঠোফোনে পরিবারের সদস্যদের জানায় সেই নারী। সেই নারী রেলওয়ে স্টেশনের পাশেই নগরীর বোয়ালিয়া থানার শিরোইল কলোনির ৩ নম্বর গলি এলাকার রফিকুলের মেয়ে। ট্রেনটি রাজশাহী স্টেশনে আসলে পরিবারের সদস্যরা হাতেনাতে ধরে বখাটেদের রেলওয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করে।
পরে শনিবার সকাল ১০টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল দুইজনকে ১৯ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল বলেন, নারী যাত্রীকে উত্যক্ত করায় তাদের দুইজনে ১৯ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এরপর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























