আকাশ স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট বিশ্বে ফের করোনার থাবা। এবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডেভেলপমেন্ট কোচ এবং সাবেক ক্রিকেটার আশিকুর রহমান। করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন তিনি।
সম্প্রতি আশিকুর নিজেই সেই কথা স্বীকার করেন। তিনি বলেন, কোভিড-১৯ আক্রান্ত হয়েছি। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে (মুগদা) চিকিৎসাধীন রয়েছি। গত সোমবার রিপোর্ট হাতে পেয়েছি। তাতে করোনা ধরা পড়েছে।
কীভাবে সংক্রমিত হলেন? জবাবে আশিকুর বলেন, প্রথমে একদমই বুঝতে পারিনি। ভেবেছিলাম গলায় টনসিলের ব্যাথা হয়েছে। পরে ধীরে ধীরে জ্বর বাড়ে। এরপর বুকে ব্যথা শুরু হয়। ফলে চিকিৎসকের কাছে যাই। সেখানে টেস্ট করিয়ে জানতে পারি, করোনাভাইরাসে সংক্রমিত আমি।
দুঃসময়ে আশিকুরের পাশে দাঁড়িয়েছে বিসিবি। তাকে সব ধরনের সহযোগিতা করছে তারা। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী জানান, আমরা সার্বক্ষণিক তার খোঁজ-খবর নিচ্ছি।
বৃহস্পতিবার তিনি বলেন, কিছুক্ষণ আগেও আশিকুরের সঙ্গে আমার কথা হয়েছে। সে ক্রিকেটেরই মানুষ। আমাদের ক্রিকেট পরিবারেরই একজন। যত সহযোগিতা লাগবে আমরা করব, করছি।
বাংলাদেশে হয়ে প্রথম শ্রেণির ১৫টি ম্যাচ খেলেন আশিকুর। পাশাপাশি ১৮টি লিস্ট-এ ম্যাচেও অংশ নেন তিনি। মোট ছয় বছরের ক্রিকেট ক্যারিয়ার। তবে কোনোদিনই জাতীয় দলে সুযোগ পাননি পেস অলরাউন্ডার। যদিও ২০০২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে লাল-সবুজ জার্সিতে খেলেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৬ উইকেট শিকার করেন আশিকুর। পাশাপাশি লিস্ট-এ ম্যাচে ২১ উইকেট নেন এ মিডিয়াম পেসার। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক সহকারী কোচের ভূমিকাও পালন করেন ৩৬ বছর বয়সী তারকা।
আকাশ নিউজ ডেস্ক 

























