অাকাশ জাতীয় ডেস্ক:
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পাইকারি হারে কথা বলছেন। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ যুব মহিলালীগ এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, আপনি যাদের খুশি করার জন্য এসব কথা বলছেন তারা আপনার বন্ধু নয়, শত্রু। তাদের চিহ্নিত করুন। বঙ্গন্ধুর নেতৃত্বেই আমরা দেশ স্বাধীন করেছি।
আমু বলেন, প্রধান বিচারপতি হঠাৎ করেই সংসদ নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। তাকে মনে রাখতে হবে আওয়ামী লীগ ঠুনকো দল নয়। কোনো সামরিক জান্তার পকেট থেকে এ দলের সৃষ্টি হয়নি। মন্ত্রী বলেন, শোকের মাস আসলেই ষড়যন্ত্রকারীরা নড়েচড়ে বসে। নতুনভাবে পানি ঘোলা করার চেষ্টা করে। পাকিস্তানের উদাহরণ দিয়ে প্রধান বিচারপতি ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন।
তিনি প্রধান বিচারপতির ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণের অসঙ্গতিপূর্ণ কথাগুলো প্রত্যাহার করার আহ্বান জানান। একই সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, বিবেক হচ্ছে মানুষের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ মানুষের বিবেকে কুঠারাঘাত করেছে। মহিলা সংসদ সদস্যদের নিয়ে কটূক্তি করায় দেশের নারী সমাজ আজ ক্ষুব্ধ।
প্রধান বিচারপতির সংসদ নিয়ে পর্যবেক্ষণ বিএনপি-জামায়াতকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। যুব মহিলালীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার ও যুব মহিলালীগের সহ-সভাপতি জাকিয়া হোসেন মল্লিক প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 




















