ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

৯৯৯-এ কল: ঘর পেলেন নাহার বেগম

আকাশ জাতীয় ডেস্ক: 

পটুয়াখালী পৌরসভার ড্রেনের ওপর ঝুপড়িতে বসবাসকারী স্বামী পরিত্যক্তা নাহার বেগমকে ঘর বুঝিয়ে দিয়েছে প্রশাসন। গত কয়েক বছর ধরে ওই নারী তার ছেলেকে নিয়ে পৌরসভার ৬নং ওয়ার্ডের লাউকাঠী খেয়াঘাট এলাকায় ড্রেনের ওপর বসবাস করে আসছিলেন।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১নং লাউকাঠি আবাসনে নাহার বেগমের হাতে ঘরের চাবি ও কাগজপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতী।

নাহার বেগমের অমতে স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেলেও তার ও সন্তানের কোনো ভরণ-পোষণ দিচ্ছেন না। এ নিয়ে আদালতে মামলা চলমান। নিজের আট বছরের ছেলেকে নিয়ে বাসায় বাসায় কুরআন শিখিয়ে সেই সম্মানি দিয়ে সংসার পরিচালনা করতেন তিনি।

দীর্ঘ দুই মাস করোনা পরিস্থিতিতে বাসায় বাসায় পড়ানোর কাজ বন্ধ থাকায় দিশেহারা হয়ে গত ২০ এপ্রিল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে তার কষ্টের কথা জানান নাহার।

সেখান থেকে তার কল ও তথ্য পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর কাছে পাঠানো হলে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের মাধ্যমে নাহার বেগমের সঙ্গে যোগাযোগ করেন। নাহার তার তথ্য ও প্রমাণাদি জমা দিলে সকল প্রক্রিয়া সম্পন্ন করে সদর উপজেলা ভূমি অফিসের মাধ্যমে তাকে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়।

আনন্দ অশ্রুসিক্ত নয়নে নাহার বলেন, ‘ঝড়-বৃষ্টিতে এখন আর ভিজতে হবে না, আশ্রয় খুঁজতে হবে না। আমরা কৃতজ্ঞ জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। প্রধানমন্ত্রী যেন আবারও ক্ষমতায় যান, সেই দোয়া করি।’

ইউএনও লতিফা জান্নাতী জানান, একজন মা ও ছেলের ড্রেনের ওপর ঝুপড়িতে বসবাস করতেন। কিন্তু সেখানেও তিনি থাকতে পারছেন না। সেটি স্পর্শকাতর বিষয়, সবার হৃদয়ে নাড়া দেয়। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ১নং লাউকাঠি আবাসনে এই মা-ছেলের বসবাসের জন্য ঘর দেওয়া হলো।

তিনি আরও জানান, ১৭ একর জমিতে স্থাপিত এই আবাসনে ৩০০ পরিবারের বসবাস। সরকারি আবাসন প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীনদের আবাসস্থলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

৯৯৯-এ কল: ঘর পেলেন নাহার বেগম

আপডেট সময় ১১:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

পটুয়াখালী পৌরসভার ড্রেনের ওপর ঝুপড়িতে বসবাসকারী স্বামী পরিত্যক্তা নাহার বেগমকে ঘর বুঝিয়ে দিয়েছে প্রশাসন। গত কয়েক বছর ধরে ওই নারী তার ছেলেকে নিয়ে পৌরসভার ৬নং ওয়ার্ডের লাউকাঠী খেয়াঘাট এলাকায় ড্রেনের ওপর বসবাস করে আসছিলেন।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১নং লাউকাঠি আবাসনে নাহার বেগমের হাতে ঘরের চাবি ও কাগজপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতী।

নাহার বেগমের অমতে স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেলেও তার ও সন্তানের কোনো ভরণ-পোষণ দিচ্ছেন না। এ নিয়ে আদালতে মামলা চলমান। নিজের আট বছরের ছেলেকে নিয়ে বাসায় বাসায় কুরআন শিখিয়ে সেই সম্মানি দিয়ে সংসার পরিচালনা করতেন তিনি।

দীর্ঘ দুই মাস করোনা পরিস্থিতিতে বাসায় বাসায় পড়ানোর কাজ বন্ধ থাকায় দিশেহারা হয়ে গত ২০ এপ্রিল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে তার কষ্টের কথা জানান নাহার।

সেখান থেকে তার কল ও তথ্য পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর কাছে পাঠানো হলে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের মাধ্যমে নাহার বেগমের সঙ্গে যোগাযোগ করেন। নাহার তার তথ্য ও প্রমাণাদি জমা দিলে সকল প্রক্রিয়া সম্পন্ন করে সদর উপজেলা ভূমি অফিসের মাধ্যমে তাকে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়।

আনন্দ অশ্রুসিক্ত নয়নে নাহার বলেন, ‘ঝড়-বৃষ্টিতে এখন আর ভিজতে হবে না, আশ্রয় খুঁজতে হবে না। আমরা কৃতজ্ঞ জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। প্রধানমন্ত্রী যেন আবারও ক্ষমতায় যান, সেই দোয়া করি।’

ইউএনও লতিফা জান্নাতী জানান, একজন মা ও ছেলের ড্রেনের ওপর ঝুপড়িতে বসবাস করতেন। কিন্তু সেখানেও তিনি থাকতে পারছেন না। সেটি স্পর্শকাতর বিষয়, সবার হৃদয়ে নাড়া দেয়। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ১নং লাউকাঠি আবাসনে এই মা-ছেলের বসবাসের জন্য ঘর দেওয়া হলো।

তিনি আরও জানান, ১৭ একর জমিতে স্থাপিত এই আবাসনে ৩০০ পরিবারের বসবাস। সরকারি আবাসন প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীনদের আবাসস্থলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।