আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানী ঢাকা থেকে নওগাঁ জেলার ধামরইরহাট যাচ্ছিলেন মিজানুর রহমান (৪৭) নামে এক ব্যক্তি। সঙ্গে তার মাও ছিলেন। হঠাৎ বাসের মধ্যে মারা যান মিজানুর। এ সময় করোনা সন্দেহে লাশ ও তার মাকে জয়পুরহাটে সড়কের পাশে ফেলে রেখে গেছে বাসের চালক ও যাত্রীরা।
মঙ্গলবার ভোরে জেলার জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমি নামক স্থানে মিজানুরের লাশ ও তার মা মাকে জোর করে বাস থেকে নামিয়ে দেয় চালক ও যাত্রীরা।
মৃত মিজানুর রহমান পার্শ্ববর্তী নওগাঁ জেলার ধামরইরহাট উপজেলার জাহানপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে।
তার মায়ের দাবি, তার ছেলের শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না।
খবর পেয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায়সহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে গিয়ে মৃতের মায়ের সঙ্গে কথা বলেন। পরে নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।
ইউএনও মিল্টন চন্দ্র রায় সাংবাদিকদের জানান, মিজানুর রহমান ঢাকায় গার্মেন্টসে শ্রমিকের কাজ করা স্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় যান। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় সোমবার রাতে তার মা সোহাগী বেগম তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাসের মধ্যে তার মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























