আকাশ জাতীয় ডেস্ক:
খুলনায় করোনায় আক্রান্ত হয়ে জরিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মঙ্গলবার (৫ মে) রাতে মারা গেছেন। তিনি গত এক সপ্তাহ ধরে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে খুলনায় দুইজনের মৃত্যু হলো। এর আগে গত ২২ এপ্রিল রূপসা উপজেলার মিল্কী দেয়াড়া গ্রামের বাসিন্দা নূর আলম খান করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার দুই শিশু সন্তানও করোনায় আক্রান্ত। তারা বাড়িতে চিকিৎসাধীন আছে।
খুলনার করোনা চিকিৎসা ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ক ডাঃ মেহদী নেওয়াজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জরিনা বেগম গত ২২ এপ্রিল থেকে অসুস্থ ছিলেন। এরপর ৩০ এপ্রিল তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ সনাক্ত হলে করোনা ডিডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সুস্থ করার সকল চেষ্টাই করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























