আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের একটি শপিং মলে ঢোকার সময় ক্রেতাকে মাস্ক পরতে বলায় এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির অঙ্গরাজ্যে মিশিগানে এই ঘটনাটি ঘটেছে। খবর: সিএনএনের।
জানা যায়, মিশিগানে স্থানীয় কর্তৃপক্ষ মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। গতকাল অঙ্গরাজ্যেটির ফ্যামিলি ডলার নামের একটি স্টোরে নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ৪৩ বছর বয়সী কেলভিন মুনারলিন। সে সময় সেখানে শপিং করতে আসেন একটি পরিবারের কয়েকজন সদস্য। কিন্তু তাদের মুখে মাস্ক ছিল না। কেলভিন ওই পরিবারটিকে সে কথা মনে করিয়ে দিলে তার বিবাদে জড়িয়ে পরেন। একপর্যায়ে ওই নিরাপত্তাকর্মীকে গুলি করা হয়।
মিশিগানের পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর কেলভিনকে ফ্লিন্ট হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবারই মারা যান তিনি। এই ঘটনায় একই পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন- ২৩ বছরের রামোনেয়া ট্র্যাভন বিশপ, ৪৪ বছরের ল্যারি এডওয়ার্ড টিগে ও ৪৫ বছরের শারমেল ল্যাশে টিগে। তাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় সিসিটিভি ফুটেজ যাচাই করা হয়েছে জানিয়ে গিনিজ কাউন্টি প্রসিকিউটর ডেভিড লেইটন বলেন, করোনার কারণে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যটিতে সব ধরনের দোকান কর্মী ও ক্রেতাদের মাস্ক পরতে নির্বাহী আদেশ দিয়েছে সরকার। ফ্যামিলি ডলার স্টোরে শারমেলের মেয়েকে মাস্ক পরতে বলেছিলেন ওই নিরাপত্তারক্ষী। তাতে শারমেল তার সঙ্গে তর্ক শুরু করেন। মেয়ে দোকান থেকে চলে গেলেও চিৎকার করতে থাকেন শারমেল। মুনেরলিন তাকেও দোকান থেকে চলে যেতে বলেন এবং ক্যাশিয়ারকে বলেন যেন তার কাছে কিছু বিক্রি না করে।
ফুটেজে দেখা গেছে, তর্কাতর্কির কিছুক্ষণ পর ওই নারী দোকান থেকে চলে যান। ২০ মিনিট পর ফিরে আসেন বিশপ ও ল্যারিকে নিয়ে। তাদের একজন মুনেরলিনের সঙ্গে চিৎকার করতে থাকেন। আরেকজন, বিশপ ওই নিরাপত্তারক্ষীকে গুলি করেন। ল্যারি ও বিশপকে খুঁজছে পুলিশ। আর শারমেল হাজতে আছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























