ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

চরম বিপর্যয়ের মুখে অ্যামাজন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চরম বিপর্যয়ের মুখে পড়ছে পৃথিবীর সর্ববৃহৎ বনাঞ্চল অ্যামাজন। পরিবেশবাদী ও রাজনৈতিক দলসমূহের তীব্র সমালোচনার মুখে অ্যামাজন বনাঞ্চলের আকারে ডেনমার্কের চেয়েও বড় এক সংরক্ষিত এলাকা খনি অনুসন্ধানের জন্য বাণিজ্যিকভাবে খুলে দিয়েছে ব্রাজিল সরকার। আল জাজিরার সংবাদে প্রকাশ।

দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য আমাপা এবং পারার বিশাল এলাকা বিপুলভাবে স্বর্ণ, লোহা, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য খনিজ সমৃদ্ধ হিসেবে ধারণা করা হয় বলে সেখানে এসব প্রাকৃতিক সম্পদ আহরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

১৯৮৪ সালে তৎকালীন সামরিক সরকারের অধীনে প্রায় ৪.৬ মিটার হেক্টর (১৭,৮০০ বর্গমাইল) এলাকায় সংরক্ষিত করা হয়। সেইসাথে সেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানর খনি অনুসন্ধান কার্যক্রম সীমিত করে দেয়।

গত একশ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতিকে পুনরায় চাঙ্গা করে দেশটিকে লেতিন আমেরিকার শীর্ষ অর্থনীতির রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট টেমার।

তবে বুধবারের এই আদেশে পরিবেশ সুরক্ষায় বিদ্যমান `দেশজ উদ্ভিদ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ আইন`সহ অন্যান্য আইনকে অগ্রাহ্য করা হয়নি। এগুলোকে বিবেচনায় রেখেই এ আদেশ দেয়া হয়।

তবে খনি অনুসন্ধান প্রকল্পের কারণে এখানকার পরিবেশগত হুমকি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডদ (ডব্লিউডব্লিউএফ)।

ডব্লিউডব্লিউএফ-ব্রাজিল এর জননীতি নির্ধারণ সমন্বয়কারী মাইকেল ডি সুজা দেশটির সংবাদপত্র ও গ্লোবোতে এ আদেশকে এক ধরণের `বিপর্যয়` বলে উল্লেখ করেন।

তিনি বলেন,`অ্যামাজন বন হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। সঙ্কটপূর্ণ ও হতাশজনক মুহুর্তে তারা সংরক্ষিত অঞ্চল নিয়ে বড় ধরণের ঝুঁকি নিচ্ছে।`

অলাভজনক সংগঠন অ্যামাজন ওয়াচের মনিরা ব্রিস আল জাজিরাকে জানান, `টেমার প্রশাসনের এ সিদ্ধান্ত উদ্বেগজনক।`

ব্রিজ বলেন,`আ্যামাজন বিশ্ব জলবায়ুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানের ছোট কোন অংশেরও বন উজাড় বা ধ্বংস করা হলে পুরো বিশ্বের জলবায়ুতে বড় ধরণের প্রভাব ফেলবে।`

এ ছাড়া গবেষক ও পরিবেশবিদদের মতে বন ধ্বংস, পানি সম্পদের ক্ষতি, জীববৈচিত্র্য হ্রাস, ভূমি বিরোধ বৃদ্ধি ও আদিবাসী জনগোষ্ঠীর জন্য হুমকি ডেকে নিয়ে আসবে সরকারি এ আদেশ।

ও গ্লোবো সংবাদপত্রে বিরোধী দলীয় সিনেটর র‌্যান্ডোলফ রডরিগিস এই পদক্ষেপটিকে গত ৫০ বছরের মধ্যে আমাজনের ওপর সবচেয়ে বড় ধরণের আঘাত বলে অভিহিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চরম বিপর্যয়ের মুখে অ্যামাজন

আপডেট সময় ০১:০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চরম বিপর্যয়ের মুখে পড়ছে পৃথিবীর সর্ববৃহৎ বনাঞ্চল অ্যামাজন। পরিবেশবাদী ও রাজনৈতিক দলসমূহের তীব্র সমালোচনার মুখে অ্যামাজন বনাঞ্চলের আকারে ডেনমার্কের চেয়েও বড় এক সংরক্ষিত এলাকা খনি অনুসন্ধানের জন্য বাণিজ্যিকভাবে খুলে দিয়েছে ব্রাজিল সরকার। আল জাজিরার সংবাদে প্রকাশ।

দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য আমাপা এবং পারার বিশাল এলাকা বিপুলভাবে স্বর্ণ, লোহা, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য খনিজ সমৃদ্ধ হিসেবে ধারণা করা হয় বলে সেখানে এসব প্রাকৃতিক সম্পদ আহরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

১৯৮৪ সালে তৎকালীন সামরিক সরকারের অধীনে প্রায় ৪.৬ মিটার হেক্টর (১৭,৮০০ বর্গমাইল) এলাকায় সংরক্ষিত করা হয়। সেইসাথে সেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানর খনি অনুসন্ধান কার্যক্রম সীমিত করে দেয়।

গত একশ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতিকে পুনরায় চাঙ্গা করে দেশটিকে লেতিন আমেরিকার শীর্ষ অর্থনীতির রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট টেমার।

তবে বুধবারের এই আদেশে পরিবেশ সুরক্ষায় বিদ্যমান `দেশজ উদ্ভিদ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ আইন`সহ অন্যান্য আইনকে অগ্রাহ্য করা হয়নি। এগুলোকে বিবেচনায় রেখেই এ আদেশ দেয়া হয়।

তবে খনি অনুসন্ধান প্রকল্পের কারণে এখানকার পরিবেশগত হুমকি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডদ (ডব্লিউডব্লিউএফ)।

ডব্লিউডব্লিউএফ-ব্রাজিল এর জননীতি নির্ধারণ সমন্বয়কারী মাইকেল ডি সুজা দেশটির সংবাদপত্র ও গ্লোবোতে এ আদেশকে এক ধরণের `বিপর্যয়` বলে উল্লেখ করেন।

তিনি বলেন,`অ্যামাজন বন হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। সঙ্কটপূর্ণ ও হতাশজনক মুহুর্তে তারা সংরক্ষিত অঞ্চল নিয়ে বড় ধরণের ঝুঁকি নিচ্ছে।`

অলাভজনক সংগঠন অ্যামাজন ওয়াচের মনিরা ব্রিস আল জাজিরাকে জানান, `টেমার প্রশাসনের এ সিদ্ধান্ত উদ্বেগজনক।`

ব্রিজ বলেন,`আ্যামাজন বিশ্ব জলবায়ুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানের ছোট কোন অংশেরও বন উজাড় বা ধ্বংস করা হলে পুরো বিশ্বের জলবায়ুতে বড় ধরণের প্রভাব ফেলবে।`

এ ছাড়া গবেষক ও পরিবেশবিদদের মতে বন ধ্বংস, পানি সম্পদের ক্ষতি, জীববৈচিত্র্য হ্রাস, ভূমি বিরোধ বৃদ্ধি ও আদিবাসী জনগোষ্ঠীর জন্য হুমকি ডেকে নিয়ে আসবে সরকারি এ আদেশ।

ও গ্লোবো সংবাদপত্রে বিরোধী দলীয় সিনেটর র‌্যান্ডোলফ রডরিগিস এই পদক্ষেপটিকে গত ৫০ বছরের মধ্যে আমাজনের ওপর সবচেয়ে বড় ধরণের আঘাত বলে অভিহিত করেছেন।