আকাশ জাতীয় ডেস্ক:
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টা থেকে লকডাউন কার্যকর শুরু হবে। লকডাউনের ফলে জেলার বাইরে জনসাধারণের যেমন বাইরে যেতে পারবে না তেমনি অন্য জেলা থেকে এই জেলায় কেউ প্রবেশ করতে পারবে না।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দিয়ে এক গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসক শাহরিয়াজ।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় এবং তা প্রতিরোধকল্পে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো।
এছাড়া জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে নাটোরে প্রবেশ বা অন্য জেলায় যাওয়া যাবেনা। তবে জরুরি পরিষেবা এর আওতার বাইরে থাকবে। জনস্বার্থে সামাজিক নিরাপদ দূরত্ব নিশ্চিতকরণে ইতোপূর্বে জারিকৃত সব আদেশ বহাল থাকবে।
এদিকে, দেশে করোনা সংক্রমণের ৫১তম দিন পর্যন্ত নাটোর করোনা মুক্ত থাকলেও গত মঙ্গলবার একদিনে আটজন এবং বুধবার আরও একজনসহ নয় জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















